ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নেই ব্যবসায়ীদের হাঁকডাক, নেই রাস্তাজুড়ে ভিড়

রাজধানীর নিউমার্কেট এলাকার ফুটপাথ এখন ফাঁকা

প্রকাশিত: ০৫:৪৯, ৪ মে ২০১৭

রাজধানীর নিউমার্কেট এলাকার ফুটপাথ এখন ফাঁকা

স্টাফ রিপোর্টার ॥ নেই ব্যবসায়ীদের হাঁক-ডাক। নেই রাস্তাজুড়ে ভিড়। রাজধানীর নিউমার্কেটের ফুটপাথ ফাঁকা। এই এলাকার দৃশ্য আর আগের মতো নেই। নিউমার্কেট ও আশপাশের এলাকার ফুটপাথ এখন অনেকটাই অবমুক্ত। ফুটপাথ দিয়ে স্বাচ্ছন্দ্যে চলছে জনসাধারণ। সাধারণ জনগণের হাঁটা-চলায় ব্যাঘাত ঘটানোর কারণে ২৬ এপ্রিলের অভিযানে প্রায় সাড়ে চারশ’ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বাকিদের স্বেচ্ছায় সরে যাওয়ার জন্য সাত দিনের সময় দেয়া হয়েছিল। আলটিমেটাম শেষে বুধবার দুপুরে নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। ফুটপাথ, ওভারব্রিজ কিংবা রাস্তায় চোখে পড়েনি কোন ভ্রাম্যমাণ দোকান। গাউছিয়া থেকে নিউমার্কেট এলাকা ঘুরে বুধবার সরেজমিনে দেখা গেল, ফুটপাথ ও সড়কে অবাধে মানুষের চলাচল চোখে পড়েছে। কয়েকটি ভ্রাম্যমাণ দোকান মার্কেটের সীমানার ভেতরে অস্থায়ীভাবে বসেছে। তবে সেগুলোতে পথচারীর চলাচলের সমস্যা হচ্ছে না। গাউছিয়া-নিউমার্কেট সড়কের ফুটপাথ ও ওভারব্রিজটিও খালি দেখা গেছে। ভ্রাম্যমাণ দোকান না থাকলেও ২-১ জন হকারকে নানা পণ্য বিক্রি করতেও দেখা গেছে সেখানে। ২৬ এপ্রিল বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুস শোয়েব এবং মামুন সরকারের নেতৃত্বে নিউমার্কেট এলাকা থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানে অংশ নেন সিটি কর্পোরেশনের অর্ধশত কর্মী। অভিযানে নিউমার্কেট এক নম্বর ফটক থেকে শুরু করে ঢাকা কলেজের ফটক এবং ঢাকা কলেজের উল্টো পাশ থেকে শুরু করে নীলক্ষেত মোড় পর্যন্ত এলাকার ফুটপাথ থেকে প্রায় সাড়ে চারশ’ অবৈধ দোকানপাট তুলে দেয়া হয় বলে সেদিন সাংবাদিকদের জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুস শোয়েব। উচ্ছেদ অভিযানের পর বাকিদের স্বেচ্ছায় সরে যাওয়ার জন্য সাতদিনের সময় দেয়া হয়েছিল। বুধবার সরেজমিনে ঘুরে দেখা গেল নিউমার্কেট এলাকার ফুটপাথ এখন হকারমুক্ত। আলটিমেটাম অনুসরণ করে অনেকেই স্বেচ্ছায় দোকানপাট সরিয়ে নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সাতদিনের সময় শেষ হয়ে যাওয়ার কারণে সোমবার থেকেই একে একে বন্ধ হতে শুরু করেছিল নিউমার্কেটের ফুটপাথের ভ্রাম্যমাণ দোকানগুলো। ব্যবসায়ী আতিকুল্লাহ বলেন, আমি গত দুদিন আগেই দোকান উঠিয়ে নিয়েছি। এ দুদিন দোকান বসাতে পারিনি, তবুও দেখতে এসেছি কোন সুযোগ আছে কিনা। এদিকে ফুটপাথের দোকান বন্ধ হওয়ায় নিউমার্কেটের ভেতরের অনেক ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এক ব্যবসায়ী বলেন, আমাদের মার্কেটের চেয়ে ফুটপাথে প্রতিদিন অনেক বেশি কাস্টমার আসতেন। তারা ফুটপাথ থেকে কেনাকাটার পর মার্কেটে ঢুকে কেনাকাটা করতেন। তবে সুলভ মূল্যের দোকানগুলো বন্ধ থাকার কারণে লোকসমাগম অনেক কমে গেছে। কাস্টমার নাই বললেই চলে।
×