ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রোকেয়া ভার্সিটির ভিসি অবরুদ্ধ, ১৪ ঘণ্টা পর উদ্ধার

প্রকাশিত: ০৫:৪৭, ৪ মে ২০১৭

রোকেয়া ভার্সিটির ভিসি অবরুদ্ধ,  ১৪ ঘণ্টা পর উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩ মে ॥ প্রায় ১৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার হয়েছেন রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি একেএম নূর-উন-নবী। রাত পৌনে একটায় পুলিশ তাকে উদ্ধার করে ক্যাম্পাসের আবাসস্থলে পৌঁছে দেয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর আগে ছাত্রলীগের নেতা-কর্মীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে প্রফেসর ড. একেএম নূর-উন-নবীকে বেলা ১১টা থেকে অবরুদ্ধ করে রাখেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। পুলিশ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা অবরুদ্ধকারী ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের অনেক বোঝানোর চেষ্টা করলেও তারা বিষয়টি মেনে নেননি। এরপর সময় যত গড়ায় ততই ভিসি ও অবরুদ্ধকারীদের পক্ষ থেকে নানা প্রকারের হুমকি আসতে থাকে। ভিসি এ সময় রুমের মধ্যে না খেয়ে অবস্থান করেন। অবরুদ্ধকারীদের নেতৃত্বদানকারী কারমাইকেল কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মামুনুর রশীদ বলেন, ২৮তম সিন্ডিকেট এবং নিয়োগ বোর্ড তাকে নিয়োগ দিলেও শুধু মাত্র ছাত্রলীগ করার কারণে তাকে নিয়োগ দেয়া হচ্ছে না। তিনি ইতোমধ্যে অনেকবার ভিসির সঙ্গে দেখা করলেও ভিসি বারবার আশ্বস্ত করে কালক্ষেপণ করেন। ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী জানান, বেরোবি থেকে অনার্স ও মাস্টার্স পাস করার পর সকল যোগ্যতা থাকা সত্ত্বেও ভিসি তাদের চাকরি না দিয়ে জামায়াত-বিএনপির টাকা খেয়ে শিবির ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িতদের চাকরি দিয়েছেন। বিভিন্ন সময় চাকরির লিখিত পরীক্ষায় পাস করলেও ছাত্রলীগ রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে মৌখিক পরীক্ষায় তাদের বাদ দেয়া হয়। ইউজিসি তদন্ত কমিটির রিপোর্ট পেশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দেয়া হয়েছে। প্রতিবেদনে মোট ১৬টি অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরে জমা দিয়েছেন। প্রতিবেদনের শেষে ৬টি সুপারিশও করেছেন তদন্ত কমিটি। তিন ছাত্রলীগ নেতা বহিষ্কৃত স্টাফ রিপোর্টার জানান, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপাচার্যকে অবরোধ করার মধ্যে তিন ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মৃতিশ চন্দ্র বর্মণ, শহীদ মুখতার ইলাহী হল শাখার ছাত্রলীগ সভাপতি ইমতিয়াজ বসুনিয়া ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। সাইফুর রহমান সোহাগ বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনাকাক্সিক্ষত ঘটনা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
×