ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সনদ জালিয়াতির অভিযোগে ঢাবি কর্মকর্তা সাসপেন্ড

প্রকাশিত: ০৮:০২, ৩ মে ২০১৭

সনদ জালিয়াতির অভিযোগে ঢাবি কর্মকর্তা সাসপেন্ড

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সনদ জালিয়াতিসহ নানা অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় তার বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলাও (মামলা নং-২৪) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বরখাস্ত হওয়া ওই কর্মকর্তা হচ্ছেন পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সেকশন অফিসার মোঃ আমিনুল ইসলাম। এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
×