ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে দু’গ্রুপের সংঘর্ষে বিএনপির কর্মিসভা পণ্ড

প্রকাশিত: ০৪:০৩, ৩ মে ২০১৭

চট্টগ্রামে দু’গ্রুপের সংঘর্ষে বিএনপির কর্মিসভা পণ্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিবদমান দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া এবং সংঘর্ষে প- হয়েছে উত্তর জেলা বিএনপির কর্মী সমাবেশ। দলের তৃণমূলে চাঙ্গাভাব আনার লক্ষ্যে দীর্ঘদিন পর এ ধরনের একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেনের উপস্থিতিতেই এ সমাবেশ প- হয়ে যায়। উত্তর জেলা বিএনপি সূত্রে জানা যায়, নগরীর নুর আহমেদ সড়কে অবস্থিত নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে বিকেল ৩টায় শুরু হয় সভার কার্যক্রম। প্রথমেই শুরু হয় কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর অনুসারীদের মধ্যে স্লোগান-পাল্টা স্লোগান। এরপর একপর্যায়ে ধাওয়া পাল্টাধাওয়া, চেয়ার ছোড়াছুড়ি এবং সংঘর্ষের ঘটনা ঘটে। মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতারা সামাল দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত সমাবেশ প- হয়ে যায়। মঙ্গলবারের এ কর্মিসভায় প্রধান অতিথি হিসাবে এসেছিলেন ড. খন্দকার মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান শামীম, গোলাম আকবর খন্দকার এবং হারুনুর রশীদ, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী। এতে উত্তর জেলা বিএনপির বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত হন। শিমুলের খুনীর দ্রুত শাস্তি দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২ মে ॥ সাংবাদিক শিমুল হত্যা মামলা দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তর, অবৈধ অস্ত্র উদ্ধার ও খুনীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার শাহজাদপুরে কর্মরত সাংবাদিকেরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। শাহজাদপুর প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়। এতে বক্তব্য রাখেনÑ শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, ওমর ফারুক সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির, সাগর বসাক, আল আমিন হোসেন, শামছুর রহমান শিশির, আমিনুল ইসলাম খান রানা, গোলাম মোস্তফা রুবেল প্রমুখ। এদিকে শাহজাদপুর প্রেসক্লাবের সদস্য, সমকালের স্থানীয় প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যাকা-ের অন্যতম প্রধান আসামি বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা কেএম নাছির উদ্দিনের হাইকোর্টের দেয়া জামিন ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপীল বিভাগের চেম্বার জজ। মঙ্গলবার সকালে আপীল বিভাগের চেম্বার জজ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দিয়েছেন। জানা গেছে, গত ১৩ এপ্রিল হাইকোর্ট থেকে মিস কেসের মাধ্যমে কেএম নাছির উদ্দিন ৬ মাসের জন্য জামিন পান। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। ওই জামিন আদেশ শাহজাদপুর আমলি আদালতে জমা দেয়ার পর আদালতের বিচারক হাসিবুল হক তার জামিন মঞ্জুর করেন।
×