ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ছয়

প্রকাশিত: ০৫:৪২, ২৯ এপ্রিল ২০১৭

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ছয়

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে হেলপার নিহত হয়েছে। এছাড়া নীলফামারীতে ইজিবাইকের ধাক্কায় শিশু, বরিশালে বাসের হেলপার, কুমিল্লায় দুইভাই ও ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর চালক নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সাতক্ষীরা ॥ যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যেয়ে আজগার আলী নামে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার সখিপুরের ডেল্টা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজগার আলী কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ও দুর্ঘটনায় পতিত বাসের হেলপার। আহতদের মধ্যে রিয়াজুল ইসলাম, ইউনুচ আলী, ফিরোজা বেগম, নজরুল ইসলাম ও সিরাজুল ইসলামের নাম জানা গেছে। তাদের দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নীলফামারী ॥ ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়েছে ইতিমনি নামের তিন বছরের এক শিশু। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার তারাগঞ্জ সড়কের ফকিরপাড়া নামক স্থানে। শিশুটি কিশোরীগঞ্জ সদর ইউনিয়নের মুশা গ্রামের আবু বক্করের মেয়ে। জানা যায়, ঘটনার সময় শিশুটি তার বাবার সঙ্গে বাজার হতে বাড়ি ফিরছিল। এ সময় শিশুটি হঠাৎ দৌড়ে রাস্তা পার হতে গেলে একটি ইজিবাইকে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে। এ সময় পিছন থেকে আসা অপর একটি ইজিবাইক শিশুটিকে পিষ্ট করলে ঘটনাস্থলে মারা যায়। বরিশাল ॥ যাত্রীবাহী চলন্ত বাসের ছাদ থেকে পড়ে সুমন সরদার (১৬) নামের এক হেলপার নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা আড়াইটায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। সুমন বিমানবন্দর থানার দক্ষিণ বাগিয়া গ্রামের সিরাজ সরদারের পুত্র। ঠাকুরগাঁও ॥ সদর উপজেলার কচুবাড়ি বোর্ড অফিসের সামনে শুক্রবার সড়ক দুর্ঘটনায় মঞ্জুরুল ইসলাম (২৭) নামে একজন ট্রাক্টর চালক নিহত হয়েছে। কুমিল্লা ॥ মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার বিকালে জেলার আদর্শ সদর উপজেলার বাঁশমঙ্গল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন আপন চাচাত-জ্যাঠাত ভাই। নিহতরা হলেন- একই উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর গ্রামের জনু মিয়ার ছেলে আরিফ হোসেন এবং মৃত রেনু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন। জানা যায়, শুক্রবার বিকেল ৩টার দিকে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে আরিফ হোসেন ও সাদ্দাম হোসেন মোটরসাইকেল যোগে কুমিল্লা শহরের উদ্দেশে রওনা হয়।
×