ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক নৃত্য দিবসে শিল্পীদের ভাবনা

প্রকাশিত: ০৫:৩১, ২৯ এপ্রিল ২০১৭

আন্তর্জাতিক নৃত্য দিবসে শিল্পীদের ভাবনা

আন্তর্জাতিক নৃত্য দিবস আজ শনিবার। ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিলের আহ্বানে ১৯৮২ সাল থেকে বিশ্বব্যাপী এই দিনে উদযাপন করা হয় আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে। আমেরিকার প্রখ্যাত কোরিওগ্রাফার সদ্যপ্রয়াত থ্রিশা ব্রাউনের বাণীকে এবারের নৃত্য দিবসের প্রতিপাদ্য ধরা হয়েছে। তার বাণীর সার কথা, নাচ হচ্ছে শরীরী ভঙ্গিতে আধ্যাত্মিকতার চর্চা। বয়সের সঙ্গে একজন শিল্পীর জীবন শেষ হয়ে যায় না। এই দিবসকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নৃতোৎসব। এ দিবসটির তাৎপর্য ও এর বিভিন্ন দিক সম্পর্কে দেশের খ্যাতনামা নৃত্যশিল্পীদের সঙ্গে আলাপচারিতার অংশ বিশেষ তুলে ধরেছেন গৌতম পা-ে। শর্মিলা বন্দ্যোপাধ্যায় ॥ আমাদের দেশে নাচ অনেক এগিয়ে যাচ্ছে। কিন্তু চর্চার জায়গা থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। এ বিষয়ে মিডিয়াকে বিশেষভাবে এগিয়ে আসতে হবে। আমি এবার আন্তর্জাতিক নৃত্য দিবসে আমেরিকার স্বনামধন্য কোরিওগ্রাফার থ্রিশা ব্রাউনের বক্তব্যের কিছু অংশ তুলে ধরতে চাই। এ বছরের ১৮ মার্চ প্রয়াত হয়েছেন নৃত্য জগতের বিশ্বখ্যাত এই শিল্পী। তিনি বলেছেন ‘আমার নৃত্যের কোন গোপন অর্থ নেই। এই নৃত্য হলো শরীরী ভঙ্গিতে আধ্যাত্মিকতার চর্চা। নৃত্য চিরন্তন যোগাযোগের ভাষাকে আরও গতিময় করে ও তার বিস্তৃতি ঘটায়। তার মধ্যে যোগ করে আনন্দ উচ্ছাস, নান্দনিক সৈন্দর্য এবং তা মানবিক জ্ঞানকে এগিয়ে নেয়। নৃত্য হচ্ছে সৃজন-বার বার, কি চিন্তায় কি নির্মাণে, রচনায়, কর্মে ও উপস্থাপনায়’। মিনু হক ॥ নাচের গ্রহণযাগ্যতা আমাদের দেশে অনেক এগিয়ে যাচ্ছে। তাই যদি না হবে ৯৩ বছর বয়সী নৃত্যশিল্পী বজলুর রহমান বাদলকে স্বাধীনতা পদক দেয়া হতো কী? শামীম আরা নীপাকে এবার একুশে পদক দেয়াও তো নাচের জন্যই। আমরা বাংলাদেশ নৃত্যশিল্পীর সংস্থার পক্ষ থেকে আন্তর্জাতিক নৃত্য দিবসকে কেন্দ্র করে শিল্পকলা একাডেমিতে যে উৎসব করছি, প্রতিদিনই এ উৎসবে দেশের বিভিন্ন প্রাপ্ত হতে আসা শিশুরা খুব সুন্দর নাচ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাচের জন্য বিভাগ খোলা হয়েছে। সব মিলিয়ে বলা যায় দেশে নাচের একটি শক্ত অবস্থান তৈরি হতে যাচ্ছে। শামীম আরা নীপা ॥ নান্দনিক সুশিক্ষায় স্পন্দিত হোক আমাদের নৃত্যজগত। সকল নৃত্য শিল্পীর নুপুর বেজে উঠুক সত্য, সুন্দর ও মানবতার লক্ষ্যে। আলোকের ঝর্ণাধারার মতো প্লাবিত হোক আমাদের আগামী দিনগুলো। জয় হোক সাধনারত নৃত্য যোদ্ধার। শিবলী মোহাম্মদ ॥ সারা বছর, সব সময় সাধনার বিষয় হলো নৃত্য। নৃত্য দিবসের চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হলো সারা বছর যেন নৃত্যশিল্পের সাধনায় শিল্পীরা নিজেদের ব্যস্ত রাখি। আমাদের সব সময় নৃত্যচর্চা ও এ প্রচার প্রসারে কাজ করে যেতে হবে। আমরা যেন সবাইকে সুন্দর সুন্দর নাচ উপহার দিতে পারি। নৃত্য দিবসে সবাইকে আমার শুভেচ্ছা। তামান্না রহমান ॥ মানুষের সহজাত প্রবৃত্তির অন্যতম হলো নৃত্য। একটি শিশু জন্মগ্রহণের পর হাত-পা ছুড়ে এর জানান দেয়। এখন অনেক ছেলেমেয়েরা নৃত্যে উচ্চশিক্ষা গ্রহণ করছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়েও এর একটি বিভাগ খোলা হয়েছে। নৃত্য শুধু বিনোদন নয়, এটি একটি বিশাল নান্দনিক শিল্পমাধ্যম। সব শিল্পের মূল হচ্ছে নৃত্যকলা। নিজেকে এ শিল্পের সংঙ্গে যুক্ত রাখতে চাই আজীবন। আমরা আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমিতে একটি উৎসব করছি। সেখানে আজ আমার সংগঠন ‘নৃত্যম নৃত্যশিল্প কেন্দ্র’র শিল্পীদের সঙ্গে আমিও নাচ পরিবেশন করব।
×