ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়েতে রাজি না হওয়ায় হামলা ॥ আহত তিন

প্রকাশিত: ০৬:১৮, ২৬ এপ্রিল ২০১৭

বাল্যবিয়েতে রাজি না হওয়ায় হামলা ॥ আহত তিন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাল্যবিয়েতে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীসহ তার মা ও বোনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। আহত দুই বোন উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিতে আসার পথে তাদের অপহরণের সময় পুলিশ অমল সরকার নামের একজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে আগৈলঝাড়া উপজেলা সদরে। জানা গেছে, উপজেলার বারপাইকা গ্রামের নিপুল করের কন্যা চলতি বছরের এসএসসি পরীক্ষা দেয়া ছাত্রী নিশি করকে তার দুই কাকা জোরপূর্বক একই উপজেলার মোল্লাপাড়া গ্রামের আদিত্য সরকারের ছেলে অমল সরকারের সঙ্গে বাল্যবিয়ে ঠিক করে। আগামী বৃহস্পতিবার নিশির সঙ্গে অমলের বিয়ের দিন ধার্য করা হয়। ওই বিয়েতে রাজি না হওয়ায় সোমবার রাতে তার কাকা বিপুল কর ও রনি কর স্কুলছাত্রী নিশি করকে মারধর করে। এতে ওই স্কুলছাত্রীর মাথায় রক্তাক্ত জখম হয়। এ সময় বাধা দিতে এলে নিশির মা অনিতা কর, বোন ঈশিতা করকেও পিটিয়ে আহত করা হয়। রাতেই আহত নিশি, অনিতা ও ঈশিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নিশি ও ঈশিতা মঙ্গলবার সকাল দশটার দিকে বিষয়টি জানাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যাওয়ার পথে পূর্বনির্ধারিত পাত্র অমল সরকার ও তার সহযোগীরা নিশি ও ঈশিতাকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় দুই বোনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করে অমলকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। ইউজিসিতে বার্ষিক কর্মসম্পাদন সংক্রান্ত কর্মশালা পাবলিক বিশ^বিদ্যালয় ও বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিসংক্রান্ত দিনব্যাপী এক কর্মশালা ইউজিসি অডিটরিয়ামে সোমবার অনুষ্ঠিত হয়। ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউজিসি সদস্য প্রফেসর ড. এম শাহ্ নওয়াজ আলির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, সদস্য, ইউজিসি এবং ড. খালেদ, সচিব, ইউজিসি। কমিশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোঃ মিজানূর রহমান, এফসিএমএ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। সভাপতির ভাষণে প্রফেসর শাহ্ নওয়াজ আলি দুর্নীতি রোধে দায়িত্ব পালনকালে সকলকে সরকারী বিধি বিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য আহ্বান জানান। দেশের ৩৭টি পাবলিক বিশ^বিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ এতে অংশগ্রহণ করে। -বিজ্ঞপ্তি
×