ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:২৫, ২৩ এপ্রিল ২০১৭

টুকরো খবর

পরিবহন মালিকদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২২ এপ্রিল ॥ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদের স্থগিত হয়ে যাওয়া নির্বাচন দাবিতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে পরিবহন মালিকরা। শনিবার সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবে সমিতির সাবেক সভাপতি শাহজাহান লস্কর স্বাক্ষরিত লিখিত বক্তব্যে ভুয়াদের বাদ দিয়ে স্বচ্ছ, শুদ্ধ হালনাগাদ ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার দাবি জানানো হয়। এ সময় পরিবহন নেতা হুমায়ুন কবির, আঃ গণি, শামছুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে গত বৃহস্পতিবার একই স্থানে সমিতির আরেক সাবেক সভাপতি হেলাল উদ্দিন মানিকের নেতৃত্বে অপর মালিকপক্ষ হাইকোর্টের আদেশ উপেক্ষা করে বর্তমান তত্ত্বাবধায়ক কমিটি নির্বাচন না দিয়ে তালবাহানা করছে বলে অভিযোগ করা হয়। ওইদিন মানিকের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির কার্যকরী কমিটির সাবেক সভাপতি এ টি এম মোস্তফা। চারঘাটে সংঘর্ষ ॥ আহত ৭ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাটে বিদ্যুতের তার টানানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে শনিবার সকালে উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করে। চারঘাট থানার ওসি নিবারন চন্দ্র বর্মন জানান, শুক্রবার বিকেলের দিকে পল্লী বিদ্যুতের লোকজন নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের সঞ্জয় কুমারের বাড়িতে বিদ্যুত সংযোগের ড্রপ তার টানাছিলেন। এ সময় প্রতিবেশী শ্যামপদ তার বাড়ির ওপর দিয়ে তার না টানানোর অনুরোধ করেন। এতে সঞ্জয় কুমারের সঙ্গে শ্যামপদর বাগ্বিত-া শুরু হয়। পরে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাজেট দাবি নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২২ এপ্রিল ॥ দলিত জনগোষ্ঠীর সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নে জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দের দাবিতে শনিবার জেলা শহরের ১নং রেলগেটসংলগ্ন ডিবি রোডে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। হরিজন ঐক্য পরিষদ, জনউদ্যোগ ও অবলম্বন মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। এতে বক্তব্য রাখেনÑ নাগরিক পরিষদ জেলা সভাপতি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, অবলম্বনের নির্বাহী পরিচালক ও জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবতৃী, হরিজন ঐক্য পরিষদ, গাইবান্ধা জেলার আহ্বায়ক কীর্তন বাশফোর, সদস্য সচিব রাজেশ বাশফোর, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন জেলা সভাপতি সন্তোষ বাশফোর, কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জাসদ নেতা নুর মোহাম্মদ বাবু, আওয়ামী লীগ নেতা নির্বানেন্দু বর্মন ভাইয়া, প্রমুখ। ট্রেনে কেটে একজনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২২ এপ্রিল ॥ টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। তার নাম ইউনুস আলী (৪০)। শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ রেলপথের বনমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইউনুস আলী কিশোরগঞ্জ সদরের ঘাগইর এলাকার বাসিন্দা। তিনি টঙ্গীর মিলগেইট এলাকার হামীম গ্রুপের পোশাক কারখানায় চাকরি করতেন। শ্লীলতাহানির প্রতিবাদে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর উপজেলার হাজারীহাট স্কুল এ্যান্ড কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে ওই স্কুলের শিক্ষার্থীরা। বখাটেদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি তুলে শনিবার বেলা ১১টায় বিক্ষোভ ও হাজারীহাট- সৈয়দপুর সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, ওই প্রতিষ্ঠানের এক ছাত্রী কলেজে আসার সময় সকালে হাজারীহাট বেলপুকুর এলাকায় একদল বখাটে যুবক শ্লীতাহানির চেষ্টা করে। পথচারীদের সহায়তায় ওই ছাত্রী রক্ষা পায়। বিদ্যুতের তারে জড়িয়ে বৃদ্ধার মৃত্যু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বিদ্যুতের তারে জড়িয়ে নিহত হয়েছে রওশন আলা (৬৫) নামের এক বৃদ্ধা। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের যদুমনি গ্রামে। জানা যায়, দুপুরে গোসল করে বেরিয়ে বাড়ির আঙ্গিনার দড়িতে ভেজা কাপড় শুকাতে দেয়ার সময় বাড়ির এক ঘর হতে অন্য ঘরে টানা বিদ্যুতের তারে তিনি জড়িয়ে যান। অজ্ঞান পার্টির খপ্পরে ফোন কোম্পানির মনিটর নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২২ এপ্রিল ॥ যাত্রীবাহী বাসে মোবাইল ফোন কোম্পানির মনিটরকে অজ্ঞান করে দেড় লাখ টাকা মূল্যের ১০টি নতুন ক্যামেরা ফোনসহ টাকা নিয়ে পালিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটামোড় চৌমাশিয়া বাজার এলাকায়। অপপো মোবাইল ফোন কোম্পানির নওগাঁ এরিয়া ইনচার্জ শাহেদ কামাল জানান, শনিবার দুপুরে মনিটর গোলাপ প্রায় দেড় লাখ টাকা মূল্যের মোবাইল ফোন সেট নওগাঁর ডিলার ভয়েস ডিস্ট্রিবিউশন থেকে নিয়ে জেলার মান্দা উপজেলার সাবাইহাট দোকানে দিতে যাওয়ার সময় নওগাঁ-রাজশাহী সড়কের নওহাটামোড় বাজার এলাকায় অজ্ঞান পার্টির সদস্যরা বাসের মধ্যেই গোলাপকে অজ্ঞান করে সবকিছু নিয়ে বাস থেকে নেমে যায়। নওহাটামোড় পার হয়ে বাসের স্টাফ ও যাত্রীরা গোলাপকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে গোলাপকে সাবাইহাট বাসস্ট্যান্ডে নামিয়ে দিলে বাজারের লোকজন ও মোবাইল ফোনের দোকানিরা গোলাপকে চিনতে পেরে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২২ এপ্রিল ॥ পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে আব্দুর রহিম নামে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার সকালে বুড়িমারী সীমান্তের নো-ম্যান্সে ল্যান্ডের কৃষি জমিতে ৫/৭ কৃষি শ্রমিক কাজ করতে যায়। এই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর টহলদলের জওয়ানদের সামনে তারা পড়ে। তাদের ধাওয়া করলে সকলে পালিয়ে যায়। কিন্তু আব্দুর রহিম তাদের হাতে আটক হয়। আটক আব্দুর রহিমের বাড়ি পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কামারপাড়া এলাকায়। ৫ দফা দাবিতে নাগরিক সমাবেশ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২২ এপ্রিল ॥ ভিআইপি জেলা হিসেবে পরিচিত পেলেও কিশোরগঞ্জে ট্রেন সেবার মান নিয়ে নাগরিকদের ক্ষোভ দীর্ঘদিনের। রাষ্ট্রপতিসহ বেশ কয়েকজন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে আসীন থাকলেও রেল সেবার মান উন্নীতকরণের বিষয়টি থেকে গেছে অন্তরালে। এ অবস্থায় শনিবার দুপুরে নতুন আরও একটি আন্তঃনগর ট্রেন চালু এবং এগারসিন্দুর ও কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনকে ‘এ’ শ্রেণীতে উন্নীতসহ পাঁচ দফা দাবিতে নাগরিক সমাবেশ হয়েছে। সম্মিলিত নাগরিক ফোরামের ব্যানারে কিশোরগঞ্জ রেলস্ট্রেশন চত্বরে আয়োজিত সমাবেশের এক পর্যায়ে বিক্ষুব্ধরা রেলপথ অবরোধ করে রাখে। এ সময় কিশোরগঞ্জ স্টেশন থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনটি নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর ছেড়ে যায়। সম্মিলিত নাগরিক ফোরামের সমন্বয়ক এনায়েত করিম অমির সভাপতিত্বে নাগরিক সমাবেশে অবিলম্বে ট্রেন সেবা উন্নীতকরণের দাবি জানিয়ে বক্তৃতা করেন জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট সানোয়ার হোসেন রুবেল, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ইব্রাহীম খলিল, বিশিষ্ট নারীনেত্রী বিলকিস বেগম, ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন, জেলা আওয়ামী লীগের ধর্ম সম্পাদক মাসুম খান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রিপন রায় লিপু, স্থানীয় কাউন্সিলর আরিফুল ইসলাম আরজুসহ অন্যরা।
×