ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মডেল কন্যা রাউদার দ্বিতীয় দফা ময়না তদন্তের প্রস্তুতি

প্রকাশিত: ০৬:২৫, ২৩ এপ্রিল ২০১৭

মডেল কন্যা রাউদার দ্বিতীয় দফা ময়না তদন্তের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজে পড়তে আসা মালদ্বীপের মডেল কন্যা রাউদা আতিফের লাশ পুনঃময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হবে আগামী সোমবার। এদিকে দ্বিতীয় দফা ময়নাতদন্তের জন্য ফের গঠন করা হয়েছে আরেকটি মেডিক্যাল বোর্ড। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আসমাউল হক বলেন, সোমবার নগরের হেতেম খাঁ কবরস্থান থেকে রাউদার লাশ তোলা হবে। রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরীর উপস্থিতিতে লাশ তোলার প্রস্তুতি নেয়া হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে মরদেহের দ্বিতীয় দফা ময়নাতদন্ত হবে। তদন্তকারী কর্মকর্তা আসমাউল হক বলেন, সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের অন্য সদস্যরা হলেন সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুব হাফিজ ও রাজশাহী মেডিক্যাল কলেজের রেডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজুর রহমান। এরই মধ্যে তাদের চিঠি দিয়ে অবহিত করা হয়েছে। ইয়াবাসহ চাকরিচ্যুত কারারক্ষী আটক নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২২ এপ্রিল ॥ পুলিশ শিবরামপুর এলাকায় বাসে তল্লাশি চালিয়ে নয় শ’ ইয়াবা ও এক লাখ ৮৫ হাজার ছয় শ’ টাকাসহ চাকরিচ্যুত এক কারারক্ষীকে আটক করেছে। তার নাম জাফর আলম। ওসি নাজিমউদ্দিন জানান, শুক্রবার রাত একটার দিকে শিবরামপুর এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশি চালায়। এ সময় সার্বিক পরিবহনের একটি বাসে তল্লাশিকালে বাসযাত্রী জাফর আলমের কাছে থেকে ৯শ’ পিস ইয়াবা ও ১ লাখ ৮৫ হাজার ৬শ’ টাকা উদ্ধার করা হয়। স্কাউটের মহাতাঁবু স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ শুক্রবার রাত ১০টায় বাংলাদেশ স্কাউটের পরিচালনায় রেলওয়ের ৩৫২তম স্কাউট ইঊনিট লিডার এ্যাডভান্স কোর্সের মহাতাঁবু জালসা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রেলওয়ের আঞ্চলিক স্কাউটের ব্যবস্থাপনায় নিরাপত্তা বাহিনীর পাকশী প্রশিক্ষণ কেন্দ্র মাঠে আলোচনা সভা, ইয়েল প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলওয়ে পাকশী বিভাগের ব্যবস্থাপক ও পাকশী জেলা স্কাউটের সভাপতি অসীম কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেনÑ সাংবাদিক তৌহিদ আক্তার পান্না। পশ্চিমাঞ্চল রেলওয়ের চীফ কমান্ডেন্ট ও ৩৫২তম স্কাউট ইউনিট লিডার এ্যাডভান্স কোর্সের পরিচালক শাহ আলম ভূঁইয়া সভাপতিত্ব করেন। মাদক বিক্রেতার ঘরে তালা নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২২ এপ্রিল ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় মাদক বিক্রেতাদের ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে এলাকাবাসী। এদিকে ঝুলিয়ে দেয়া ওই তালা ভেঙ্গে মাদক বিক্রেতাদের সহযোগিতা করেছে বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শুধু তাই নয়, পুলিশ এদের কাছ থেকে মাসোহারা নেয় বিধায় এ সহযোগিতা করেছে বলে এলাকাবাসীর অভিযোগ। শনিবার দুপুরে ঘটে এ ঘটনা। সূত্র জানায়, গত ১৯ এপ্রিল রূপসী নিউ মডেল স্কুল এ্যান্ড কলেজ মাঠে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), জেলা প্রশাসক রাব্বি মিয়াসহ আরও অনেকে।
×