ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগকে ব্যক্তিস্বার্থ রক্ষার পাহারাদার হিসেবে ব্যবহার না করার আহ্বান কাদেরের

প্রকাশিত: ০৫:৩৯, ২৩ এপ্রিল ২০১৭

ছাত্রলীগকে ব্যক্তিস্বার্থ রক্ষার পাহারাদার হিসেবে ব্যবহার না করার আহ্বান কাদেরের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ছাত্রলীগের সাম্প্রতিক বেপরোয়া কর্মকা-ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার চট্টগ্রাম উত্তর জেলা প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের ছাত্রলীগকে কারও ব্যক্তি স্বার্থ রক্ষার পাহারাদার হিসেবে ব্যবহার না করারও আহ্বান জানান। সেতুমন্ত্রী বলেন, নিজেদের স্বার্থ রক্ষার কাজে ছাত্রলীগকে ব্যবহার করলে নিজেদেরই ক্ষতি হবে। ছাত্রলীগেরও ক্ষতি হবে। ঘরের মধ্যে ঘর না করার জন্য তিনি অনুরোধ জানান। উল্লেখ্য, গত ১৮এপ্রিল চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে বাংলাদেশ ক্রীড়া পরিষদের উদ্যোগে নির্মাণাধীন সুইমিংপুল নিয়ে যে লঙ্কাকা- ঘটে গেছে এবং পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকা- হলে কাউকে রেহাই দেয়া হবে না। খারাপ খবরের শিরোনাম না হয়ে সুনামের ধারায় ফিরে আসুন, নচেৎ আরও কঠিন ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব বলে উল্লেখ করেন তিনি। আমরা এত উন্নয়ন, এত অর্জন, এত খ্যাতি, এত কীর্তি অপকর্মকারীদের হাতে জিম্মি হয়ে থাকতে দিতে পারি না। সকালে নগরীর কিং অব চিটাগাং নামের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রথম সহ-সভাপতি ও রাউজানের এমপি এবিএম ফজলে করিমের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য ও গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সন্দ্বীপের এমপি মাহফুজুর রহমান মিতা।
×