ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ইয়েমেনে ৫ লাখ মাইন পুঁতেছে বিদ্রোহী গ্রুপ

প্রকাশিত: ০৩:৪৮, ২৩ এপ্রিল ২০১৭

ইয়েমেনে ৫ লাখ মাইন পুঁতেছে বিদ্রোহী গ্রুপ

ইয়েমেনে হুতি বিদ্রোহী ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহের অনুগত মিলিশিয়ারা এলাকায় পাঁচ লাখ মাইন পুঁতে রেখেছে। ইয়েমেন সরকার ও সামরিক কর্মকর্তাদের মতে, এ ধরনের বিস্ফোরক ব্যবহার মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হয়। পরিসংখ্যানে দেখা যায়, শত শত বেসামরিক মানুষ বিদ্রোহীদের এ বিস্ফোরকে নিহত হয়েছে বা নিপীড়নের শিকার হয়ে মারা গেছে। বিশেষ করে শহর এলাকায় যুদ্ধ বিস্তৃত হওয়ার কারণে এ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। খবর আরব নিউজের। ইয়েমেনের বিদ্রোহীদের প্রতিরোধ ক্ষমতা দিন দিন জোরদার হচ্ছে এবং সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর হিসাব-নিকাশ ওলট-পালট হয়ে গেছে। সৌদি তৎপরতার জবাবে ইয়েমেনের সেনা ও স্বেচ্ছাসেবী বাহিনী অভ্যন্তরীণ শক্তি-সামর্থ্য ও নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে। ইয়েমেনের জনগণ কেবল আত্মরক্ষা করছে। কিন্তু সৌদি বাহিনী ইয়েমেন যুদ্ধে এখন পর্যন্ত কোন লক্ষ্যে পৌঁছতে না পারার কারণে তাদের সমর্থক দেশগুলো গভীরভাবে চিন্তিত। এ কারণে মার্কিন কর্মকর্তারা এখন প্রকাশ্যেই ইয়েমেনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে তারা ইয়েমেনের বিরুদ্ধে সরাসরি নিজেরাই সামরিক পদক্ষেপ নিয়েছেন। এ থেকে বোঝা যায়, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবকে লেলিয়ে দেয়ার পেছনে পাশ্চাত্যের গভীর ষড়যন্ত্র রয়েছে। এ কারণে তারা এখন নিজেরাই ইয়েমেন যুদ্ধে জড়িয়ে পড়েছে, যাতে তাদের লক্ষ্যগুলো বাস্তবায়ন করা যায়। এ লক্ষ্যে মার্কিন বিশেষ বাহিনী ইয়েমেনের তিনটি প্রদেশে কয়েক দফা হামলা চালিয়েছে।
×