ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় যৌথ সংবাদ সম্মেলনে পেন্স

শান্তিপূর্ণ উপায়ে কোরিয়া উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করা সম্ভব

প্রকাশিত: ০৩:৪৭, ২৩ এপ্রিল ২০১৭

শান্তিপূর্ণ উপায়ে কোরিয়া উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করা সম্ভব

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন সম্পর্কের ফলে কোরিয়া উপদ্বীপ থেকে শান্তিপূর্ণ উপায়ে পারমাণবিক অস্ত্র থেকে সরিয়ে আনা সম্ভব বলে উল্লেখ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। উত্তর কোরিয়া যখন পারমাণবিক যুদ্ধের হুমকি দিচ্ছে, তখন তিনি এ আশাবাদ জানালেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পেন্স এসব কথা বলেন। খবর ওয়েবসাইটের। সংবাদ সম্মেলনে পেন্স বলেন, আমরা বিশ্বাস করি, আমাদের আঞ্চলিক মিত্ররা ও চীন চাপ প্রয়োগ করলে আমরা হয় তো শান্তিপূর্ণ উপায়ে পারমাণবিক মুক্ত কোরিয়া উপদ্বীপের এক ঐতিহাসিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হব। তিনি আরও বলেন, এখন পর্যন্ত চীন যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, তাতে আমরা খুবই উৎসাহিত হয়েছি। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া পরস্পর উস্কানিমূলক কর্মকা- এবং মার্কিন বিমানবাহী রণতরী ভিনসন স্ট্রাইক গ্রুপকে কোরিয়া উপদ্বীপে পাঠানোর ঘোষণার পর সেখানে এখন কার্যত যুদ্ধাবস্থা জারি রয়েছে। সম্প্রতি ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ারও ইচ্ছা প্রকাশ করেছিলেন। সিরিয়া সরকারের ওপর তিনি এরই মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। আফগানিস্তানেও আইএস জঙ্গীদের ওপর অপারমাণবিক সবচেয়ে বড় বোমা বিস্ফোরণ এরই মধ্যে ঘটিয়েছেন তিনি। উত্তর কোরিয়াকে থামানো না গেলে তারা যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র হামলা চালানোর সক্ষমতা অর্জন করে ফেলতে পারে বলে উদ্বিগ্ন ওয়াশিংটন। সম্প্রতি সামরিক প্যারেডে ট্যাংক এবং অন্যান্য সামরিক সরঞ্জামসহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বড় ধরনের প্রদর্শনী করা হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধাবস্থা যখন বিরাজ করছে কোরিয়া উপদ্বীপে, তখন নিজেদের সামরিক শক্তি তুলে ধরার চেষ্টা করে উত্তর কোরিয়া। ওই সামরিক প্রদর্শনীতে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রসহ আরেকটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো জনসমক্ষে তুলে ধরা হয়। এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। এদিন দেশটির নেতা কিম জং উন বলেন, প্রয়োজনে পরমাণু হামলার জন্য প্রস্তুত পিয়ংইয়ং। দেশটির সামরিক কর্মকর্তা চো রেয়ং হায়ে বলেছেন, যেকোন হামলার বিপরীতে আমরা নিজস্ব কায়দায় পাল্টা পরমাণু আঘাত করার জন্য প্রস্তুত। গত ৫ এপ্রিল জাপান সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। এর আগে ৬ মার্চ উত্তর কোরিয়ার চীন সীমান্তের নিকটবর্তী তংচ্যাং রি অঞ্চল থেকে জাপান সাগরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তখন দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানায়, ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখ-ে আঘাত হানতে সক্ষম। পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম চালানোর জন্য যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এবং জাতিসংঘ বেশ কয়েকবার নিষেধাজ্ঞা জারি করলেও ওই কার্যক্রম থেকে সরে আসেনি উত্তর কোরিয়া।
×