ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নতুন চলচ্চিত্রে মিম চৌধুরী

প্রকাশিত: ০৮:২৮, ২২ এপ্রিল ২০১৭

নতুন চলচ্চিত্রে মিম চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ ‘ম্যাঙ্গোলী চ্যানেল আই সেরা নাচিয়ে’ খ্যাত অভিনেত্রী ও মডেল মিম চৌধুরী। সেরা নাচিয়ে হওয়ার সুবাদে একাধিক বিজ্ঞাপন আর নাটকের অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করছেন। এছাড়া চলচ্চিত্রেও নিয়মিত হচ্ছেন তিনি। শাকিব খানের বিপরীতে ইতোমধ্যে তার অভিনীত ‘ভালাবাস এক্সপ্রেস’ নামে একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার দ্বিতীয় চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’। এবার তিনি নতুন আরেকটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন। চলচ্চিত্রটি হচ্ছে ‘আবার রহস্য’। ‘আবার রহস্য’ চলচ্চিত্রটি পরিচালনা করছেন ‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রের পরিচালক নাসিম সাহনিক। এ প্রসঙ্গে মিম চৌধুরী বলেন, ‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রে আমি শখের গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছিলাম। ভীষণ ভাল লেগেছিল। আশা রাখি দর্শক বেশ পছন্দ করবে চলচ্চিত্রটি। ইতোমধ্যে ফেসবুক এবং ইউটিউবে এসেছে ‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রের অফিসিয়াল ট্রেইলার। অনেক পজিটিভ রেসপন্স পাওয়া যাচ্ছে। ‘আবার রহস্য’ চলচ্চিত্রটি সম্পর্কে যতদূর শুনেছি এটি একজন গোয়েন্দা অফিসারের অভিজাত এলাকায় খুনের রহস্য উন্মোচনের কাহিনী নিয়ে এগিয়ে যাবে। একজন প্রবাসী টিনএজ মডেলের খুন এবং এর সঙ্গে জড়িত আরও দুটি খুনের রহস্য নিয়ে তদন্তে নামে সেই গোয়েন্দা অফিসার। আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। আমি একজন মডেলের চরিত্রে অভিনয় করছি এই চলচ্চিত্রে। ’নির্মাতা ও লেখক নাসিম সাহনিক সৃজনশীল ও সৃষ্টিশীল কাজের সঙ্গে জড়িত। প্রতিবছর বইমেলায় বৈজ্ঞানিক কল্পকাহিনীর বই প্রকাশিত হচ্ছে তাঁর। নিয়মিত নাটক লিখছেন এবং নির্মাণ করছেন। ইতোমধ্যে তিনি নির্মাণ করেছেন তার প্রথম চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’। ফেসবুক এবং ইউটিউবে এসেছে ‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রের অফিসিয়াল ট্রেইলার। আম্মাজান ফিল্মসের প্রযোজনা ও পরিবেশনায় ডিটেকটিভ চলচ্চিত্র ‘আবার রহস্য’ চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক ও প্রযোজক নাসিম সাহনিক। এ প্রসঙ্গে নাসিম সাহনিক বলেন, ‘গোয়েন্দাগিরি’ হচ্ছে শখের গোয়েন্দাদের কাহিনী। এটির পর আরেকটি শখের গোয়েন্দা টাইপ চলচ্চিত্র ‘বেনাপোলে নানাকা-’ করার কথা ভেবেছিলাম। কিন্তু কয়েকটি কারণে সেই চিন্তা থেকে সরে এসেছি। এবার করতে যাচ্ছি একজন গোয়েন্দা অফিসারের কাহিনী নিয়ে। যার নাম ‘আবার রহস্য’। এছাড়া ভবিষ্যতে কল্পবিজ্ঞান কেন্দ্রিক রহস্য গল্প নিয়েও চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ম্যাঙ্গোলী চ্যানেল আই সেরা নাচিয়ে মিম চৌধুরীকে চলচ্চিত্রের জন্য কাস্ট করেছি। সে ‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রে ভাল পারফরম্যান্স করেছে। আশা রাখি আবার রহস্য চলচ্চিত্রেও সে ভাল করবে। তার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং।
×