ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবসরে যাওয়া চাকরিজীবীরাও নববর্ষে ভাতা পাবেন

প্রকাশিত: ০৮:২১, ২১ এপ্রিল ২০১৭

অবসরে যাওয়া চাকরিজীবীরাও নববর্ষে ভাতা পাবেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ অবসরে যাওয়া সরকারী চাকরিজীবীকেও চলতি বছর থেকে নববর্ষের ভাতা দেয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার জাতীয় বেতন কাঠামোর আওতাভুক্ত অবসরে যাওয়া সব সরকারী সামরিক ও বেসামরিক কর্মচারীদের বাংলা নববর্ষ ভাতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে আরও বলা হয়েছে, শতভাগ পেনশন সমর্পণকারী কর্মচারীরা পেনশন সমর্পণ না করলে যে পরিমাণ নিট পেনশন পেতেন, তার ২০ শতাংশ হারে ১৪২৪ বাংলা সন থেকে বাংলা নববর্ষ ভাতা পাবেন। জানা গেছে, বাংলা নববর্ষের আগে সিদ্ধান্ত হলেও প্রক্রিয়াগত কারণে প্রজ্ঞাপন জারি করতে সময় লেগেছে। ১৪ এপ্রিল নববর্ষ অনুষ্ঠান পার হয়ে গেলেও অবসরে যাওয়া সরকারী চাকরিজীবীরা এ ভাতা পাবেন। বর্তমানে অবসরে যাওয়া চাকরিজীবীরা বছরে দুটি করে উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা পান।
×