ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

হেফাজতের সঙ্গে আপস গণতান্ত্রিক রাজনীতিকে বাধাগ্রস্ত করবে ॥ ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ০৮:৩৬, ২০ এপ্রিল ২০১৭

হেফাজতের সঙ্গে আপস গণতান্ত্রিক রাজনীতিকে বাধাগ্রস্ত করবে ॥ ওয়ার্কার্স পার্টি

স্টাফ রিপোর্টার ॥ রাজনৈতিক ও শিক্ষাঙ্গনের ক্ষেত্রে সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাবলীতে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি। দলটির নেতারা বলছেন, যেভাবে ধর্মান্ধ গোষ্ঠীকে তোষামোদ করা হচ্ছে এবং তাদের কাছে নতি স্বীকার করে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে তা দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অভিযাত্রাকেই বাধাগ্রস্ত করবে। বুধবার ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়, হেফাজতের দাবি অনুসারে পাঠ্যপুস্তকে পরিবর্তন সাধনের পর কওমী মাদ্রাসার সনদের নিঃশর্ত স্বীকৃতি দেয়া হচ্ছে। সরকারের এমন সিদ্ধান্ত অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এক চরম কুঠারাঘাত। অন্যদিকে মতাদর্শ ক্ষেত্রে হেফাজতের সঙ্গে আপোস এদেশের গণতান্ত্রিক রাজনীতির পথকেই আরও কণ্টাকাকীর্ণ করে তুলবে। বিবৃতিতে সুপ্রীমকোর্টের সামনে স্থাপিত ভাস্কর্য অপসারণ সম্পর্কে বলা হয়Ñ এর পরিণাম হিসেবে দেশের বিভিন্নস্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্র্যসহ মুক্তিযুদ্ধের ভাস্কর্যসমূহ অপসারণের দাবি উঠবে। ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয়, সংসদকে পাশ কাটিয়ে কওমী মাদ্রাসার সনদের স্বীকৃতি এদেশের একমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার দাবিকেই নস্যাত করে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক করা হলো।
×