ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে যৌতুকের জন্য গৃহবধূ খুন

প্রকাশিত: ০৬:০২, ১৯ এপ্রিল ২০১৭

লক্ষ্মীপুরে যৌতুকের জন্য গৃহবধূ খুন

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৮ এপ্রিল ॥ রায়পুরে মঙ্গলবার জোছনা আক্তার (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। দুই সন্তানের জননীর লাশটি রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশীর চরলক্ষ্মী গ্রামের আখনবাজার এলাকার পেদার বাড়ি থেকে মঙ্গলবার সকালে থানা পুলিশ উদ্ধার করে। তার স্বামী ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুর রশীদ। জোছনা একই গ্রামের কৃষক দুলাল আখনের মেয়ে। এলাকাবাসীর অভিযোগ, গৃহবধূ জোছনাকে নির্যাতনে হত্যা করে মৃতদেহটি বাড়ির পাশে গাছে ঝুলিয়ে রেখে আব্দুর রশীদ পেদা রাতেই পালিয়ে যায়। এলাকাবাসী ও জোছনার পিতা দুলাল আখন আরও জানান, প্রায় ২৮ বছর আগে তাদের পার্শ্ববর্তী গ্রামের বেকার আব্দুর রশীদের সঙ্গে বিয়ে হয় জোসনার। আব্দুর রশীদ ব্যবসার জন্য প্রায় সময় বাবার বাড়ি থেকে মোটা অংকের টাকা এনে দিতে চাপ সৃষ্টিসহ শারীরিক ও মানুষিক নির্যাতন করত। মেয়ের সুখের কথা চিন্তা করে দুলাল আখন জামাতা আব্দুর রশীদকে কয়েক দফায় লক্ষাধিক টাকা দেন। কিন্তু তারপরও জোছনার সংসারে কলহ লেগেই থাকে। তাদের সংসারে একটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। সোমবার মধ্যরাতে আব্দুর রশিদ জোছনাকে বাবার বাড়ি থেকে আরও টাকা এনে দিতে চাপ সৃষ্টি করে। এতে প্রতিবাদ করলে এক পর্যায়ে শারীরিক নির্যাতন ও শ^াসরোধ করে হত্যার পর বসত ঘরের পাশে জোছনার মৃতদেহটি গাছে ঝুলিয়ে রেখে রাতেই পালিয়ে যায় আব্দুর রশীদ। টাঙ্গাইলে ভাসুর নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, নাগরপুরে ধর্ষণের চেষ্টা করায় ছোট ভাইয়ের স্ত্রীর হাতে খুন হয়েছেন ভাসুর। সোমবার গভীর রাতে উপজেলার ভাদ্রা ইউনিয়নের গাংচিহালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান (৩৮)। তিনি ওই গ্রামের জহুর উদ্দিনের ছেলে। মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় পুলিশ নিহত মিজারের ছোট ভাইয়ের স্ত্রী বুলবুলি বেগমকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, বুলবুলির স্বামী সাইফুল ইসলাম ব্যবসায়িক কাজে সোমবার বাড়ির বাইরে ছিলেন। তাই রাতে নিজেদের ঘরে একাই ঘুমাচ্ছিলেন বুলবুলি। গভীর রাতে তার ভাসুর মিজানুর ওই ঘরে ঢুকে বুলবুলিকে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকার শুনে পাশের ঘর থেকে মিজানের মা এগিয়ে আসলে মিজান নিজের ঘরে চলে যান। এ সময় বুলবুলি ঘরে থাকা সাবল নিয়ে মিজানুরের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নাটোরে যুবক নিজস্ব সংবাদদাতা, নাটোর থেকে জানান, সিংড়ায় ছালামত আলী (৩৫) নামে দিনমজুর যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কালিগঞ্জ গ্রামের সড়কের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত ছালামত আলী নওগাঁর রানীনগর পাঁচুপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। পুলিশ জানায়, নিহত ছালামত আলী কয়েক বছর ধরেই দিনমজুরের কাজ করতেন। এরপর তিনি ওই এলাকাতেই বিয়ে করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সোমবার সকালে ছালামত গ্রামের ধানের জমিতে কাজ করতে যান। কাজ শেষে তিনি সন্ধ্যায় আর বাড়ি ফিরে আসেননি। এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে কালিগঞ্জ গ্রামের সড়কের পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। আশুলিয়ার নারী নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, এক নারীকে শ্বাসরোধ করে হত্যা পর মৃতদেহ জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করে। মঙ্গলবার সকালে আশুলিয়ার পশ্চিম ডেন্ডাবর গোছারারটেক এলাকার একটি জঙ্গল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, নিহতের পরিচয় ও কারা কি কারণে তাকে হত্যা করেছে- তা জানার চেষ্টা চলছে।
×