ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রক্তে লেখা চিঠি

প্রকাশিত: ০৪:১৮, ১৯ এপ্রিল ২০১৭

রক্তে লেখা চিঠি

ভারতের হরিয়ানার জেবিটি শিক্ষকরা আড়াই বছর ধরে চাকরির জন্য অপেক্ষা করছেন। চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েও মেলেনি কাজ। অবশেষে নিয়োগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে রক্ত দিয়ে চিঠি লিখলেন তারা। জেবিটি শিক্ষক সংহতি সমিতির সভাপতি কিশোর জওয়ালিয়া জানিয়েছেন, ২০১৪ সালে শিক্ষক নিয়োগের পরীক্ষায় পাস করে তালিকায় নাম উঠেছে তাদের। -হিন্দুস্তান টাইমস ট্রাম্পকে মেলানিয়ার খোঁচা যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী এগ রোল (ডিম গড়ানো) উৎসবে হোয়াইট হাউসের দক্ষিণের বারান্দায় দাঁড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় জাতীয় সঙ্গীত চলাকালে স্ত্রী মেলানিয়ার খোঁচায় বুকে হাত দিতে হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ঐতিহ্যগতভাবে প্রতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রে ডিম গড়ানো উৎসব হয়। দিনের প্রথমে হোয়াইট হাউসের বারান্দায় দাঁড়িয়ে এর উদ্বোধন ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ঐতিহ্যগতভাবে জাতীয় সঙ্গীত চলার সময় সম্মান জানাতে মার্কিনীরা বুকে হাত রেখে থাকে। -ইউএসএ টুডে
×