ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনা, পাবনা ও কক্সবাজারে ৪ খুন ॥ অন্যত্র ২ লাশ

প্রকাশিত: ০৬:০০, ১৮ এপ্রিল ২০১৭

নেত্রকোনা, পাবনা ও কক্সবাজারে ৪ খুন ॥ অন্যত্র ২ লাশ

জনকণ্ঠ ডেস্ক ॥ নেত্রকোনায় দুই কৃষক, পাবনায় স্বামীর হাতে স্ত্রী ও কক্সবাজারে ভার্সিটি ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া কালকিনিতে ব্যবসায়ী ও সাতক্ষীরায় গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবরÑ নেত্রকোনা ॥ মদন ও পূর্বধলা উপজেলায় রবিবার রাতে পৃথক দু’টি ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের একজনসহ দুই কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষকরা হচ্ছেনÑ মদনের গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী পশ্চিমপাড়া গ্রামের রানা বিশ^াস (৫৫) ও পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের হবিবপুর গ্রামের মোক্তার উদ্দিন (৫০)। জানা গেছে, রবিবার রাতে মদনের গোবিন্দশ্রী গ্রামের কৃষক রানা বিশ^াস বাড়ির পেছনে ধানের মাঠ পাহারা দিতে যান। সকালে বাড়ি ফিরতে দেরি দেখে স্ত্রী রুমা বিশ^াস গিয়ে দেখেন ধানের মাঠে স্বামীর ক্ষত-বিক্ষত লাশ পড়ে আছে। রানা বিশ্বাসের ছেলে রাবেল বিশ^াস জানান, আমাদের ধারণা পূর্বশত্রুতার জের ধরেই দৃর্বৃত্তরা আমার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। অপরদিকে ধান ক্ষেতের আইলে বেড়া দেয়াকে কেন্দ্র করে রবিবার রাত ৮টার দিকে পূর্বধলার হবিবপুর গ্রামের কৃষক মোক্তার উদ্দিনের সঙ্গে একই গ্রামের মোশারফ হোসেন ও জয়নাল উদ্দিনের ঝগড়া হয়। একপর্যায়ে মোশারফ কাঠের পিঁড়ি দিয়ে মোক্তার হোসেনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। পুলিশ উভয়ের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পাবনা ॥ যৌতুকের দাবিতে পাষ- স্বামী পিটিয়ে স্ত্রী জবেদা খাতুনকে (২২) হত্যা করেছে। রবিবার রাতে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জবেদা খাতুনের মৃত্যু হয়েছে। নিহত জবেদা খাতুন বেড়া উপজেলার হাটুরিয়া পশ্চিমপাড়ার রজব আলীর স্ত্রী। এলাকাবাসী জানিয়েছে, ২ বছর আগে জবেদা খাতুনের সঙ্গে হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের হাটুরিয়া পশ্চিমপাড়া গ্রামের জলিল উদ্দিনের ছেলে রজব আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রজব আলী তাকে মারধর করে। মেয়ের সুখের কথা বিবেচনা করে তার পরিবার বিভিন্ন সময় প্রায় ২ লাখ টাকা যৌতুকও দেয়। এতেও জবেদা খাতুনের ওপর নির্যাতন বন্ধ হয়নি। যৌতুকলোভী রজব আলী ১৫ এপ্রিল রাতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জবেদা খাতুন রবিবার রাতে মৃত্যুবরণ করেন। নিহত জবেদার লাশ পাবনা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত হয়েছে। নিহতের ভাই কোরবান আলী বাদী হয়ে বেড়া মডেল থানায় এ ব্যাপারে মামলা করেছে। কক্সবাজার ॥ ইয়াবা ব্যবসায়ীরা ইউনিভার্সিটির ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে। ইয়াবা বিক্রিতে বাধা দেয়ার জের ধরে রবিবার রাত ৮টায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে সদর উপজেলার পিএমখালীর মাছুয়াখালী এলাকার নুরুল আনোয়ারের এবং জিয়া উদ্দিন ফয়সাল কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলএলবি ২য় বর্ষের ছাত্র। নিহত ছাত্রের স্বজনরা জানান, পিএমখালী মাছুয়াখালী এলাকায় সংঘবদ্ধ ইয়াবা ব্যবসায়ী প্রতিদিন খুচরা ইয়াবা বিক্রি করে। রবিবার সন্ধ্যায়ও তারা প্রকাশ্যে ইয়াবা বিক্রি করার সময় জিয়া উদ্দিনসহ এলাকার ছাত্ররা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তাদের এলোপাতাড়ি মারধরে অন্যরা পালিয়ে আত্মরক্ষা করলেও জিয়া উদ্দিনকে (২০) উপর্যুপরি কোপায় মাদক বিক্রেতারা। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ওই ছাত্রকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার মোঃ শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, রাত ৯টায় রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় জিয়া উদ্দিনকে হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। কালকিনি, মাদারীপুর ॥ ডাসারে জাহাঙ্গীর মোল্লা (৩৫) নামের মাছ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। সে ডাসার এলাকার খিলগ্রাম গ্রামের আলিমউদ্দিনের ছেলে। আজ সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা বাড়ি থেকে কাউকে কিছু না বলে একা যান। সোমবার সকালে একই এলাকা কালাম মৃধার বাড়ির পাশে একটি গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার লাশ ঝুলান্ত দেখতে পান স্থানীয় লোকজন। সাতক্ষীরা ॥ মাহমুদপুর এলাকা থেকে মধ্যবয়সী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম সবিতা রানী ম-ল (৫০)। তিনি সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত কালিপদ ম-লের স্ত্রী। সোমবার ভোরে এ ঘটনাটি ঘটে।
×