ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যথারীতি উপেক্ষিত সাকিব

পান্ডে-পাঠানের ব্যাটে কলকাতার জয়

প্রকাশিত: ০৫:৫৬, ১৮ এপ্রিল ২০১৭

পান্ডে-পাঠানের ব্যাটে কলকাতার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) নিজেদের পঞ্চম ম্যাচে চতুর্থ জয় পেয়েছে কলকাতা নাইটরাইডার্স। সোমবার দিনের প্রথম খেলায় দিল্লী ডেয়ারডেভিলসকে ৪ উইকেটে হারিয়েছে গৌতম গাম্ভীরের দল। ফিরোজ শাহ কোটলায় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে জহির খানের দিল্লী। জবাবে এক পর্যায়ে ২১ রানের মধ্যে ৩ উইকেট হারালেও মানিশ পান্ডে (৪৯ বলে অপরাজিত ৬৯) ও ইউসুফ পাঠানের (৩৯ বলে ৫৯) দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ১ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। তবে বাংলাদেশী ক্রিকেটপ্রেমীদের জন্য হতাশার, এদিনও নাইট শিবিরে জায়গা হয়নি সাকিব-আল হাসানের। প্রতিপক্ষকে সীমার মধ্যে বেঁধে রেখে বোলাররাই মূলত কলকাতার জয়ের ভিত গড়ে দেন। দিল্লীর ইনিংসে সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার সাঞ্জু স্যামসন। ২৫ বলে ৭ চারের সাহায্যে এই রান করেন তিনি। এছাড়া ৩৮ রান করেন উইকেটকরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। তার ১৬ বলের এই ঝড়ো ইনিংসে ২ চারের পাশাপাশি ৪ ছক্কার মার ছিল। ২৬ রান শ্রেয়াস ইয়ারের। সমান ২১ রান করেন স্যাম বিলিংস ও করুন নায়ার। বল হাতে কলকাতার সেরা বোলার নাথান কোল্টার-নাইল। তিনি ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট ক্রিস ওকস, উমেশ যাদব ও সুনীল নারাইনের। ফের উপেক্ষিত সাকিব। নাইটরা একের পর এক ম্যাচ খেলে যাচ্ছে কিন্তু জায়গা হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডারের। আইপিএল খেলতেই শ্রীলঙ্কা থেকে সরাসরি ভারতে উড়ে গিয়েছিলেন। তারপর ৪ ম্যাচ খেলল কলকাতা, কিন্তু মাঠে নামা হয়নি। ভক্তদের একটি প্রশ্নই- সাকিব কি সাইড বেঞ্চে বসে থাকার জন্য আইপিএলে গেছেন? এদিন বিদেশী কোটায় ৪ ক্রিকেটার হলেন- নারাইন, ক্রিস ওকস, কলিন ডি গ্র্যান্ডহোম এবং কোল্টার-নাইল। ইউসুফ পাঠান, গ্র্যান্ডহোম এবং হঠাৎ করেই অলরাউন্ডার বনে যাওয়া নারাইনের কারণে সাকিবের অবস্থান দুর্বল হয়ে গেছে।
×