ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ ৩৩৯ ক্রীড়াবিদকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৬:০২, ১৬ এপ্রিল ২০১৭

আজ ৩৩৯ ক্রীড়াবিদকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের ক্রীড়ায় নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার তিনি একসঙ্গে ৩৩৯ ক্রীড়াবিদকে সংবর্ধনা দেবেন। সেই সঙ্গে আর্থিক পুরস্কার। রবিবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আয়োজন করা হয়েছে এই সংবর্ধনা অনুষ্ঠানের। গত অক্টোবর থেকে বিভিন্ন ডিসিপ্লিনে যেসব খেলোয়াড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাদের সবাইকে প্রধানমন্ত্রী সংবর্ধনা দেবেন। জানা গেছে সবখেলা মিলে প্রধানমন্ত্রী ৩৩৯ জনের প্রত্যেককে এক লাখ টাকার চেক দেবেন। এ অনুষ্ঠানেই গত এসএ গেমসে স্বর্ণজয়ী তিন ক্রীড়াবিদ সাঁতারু মাহফুজা খাতুন শিলা, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও শূটার শাকিল আহমেদকে ফ্ল্যাটের চাবি প্রদান করবেন প্রধানমন্ত্রী। এসএ গেমসে স্বর্ণজয়ের পর প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন তাদের তিনজনকে ফ্ল্যাট উপহার দেয়ার। তারই বাস্তবায়ন ঘটবে আজ। সেভিয়ার সিদ্ধান্তে অসন্তুষ্ট সাম্পাওলি! স্পোর্টস রিপোর্টার ॥ জর্জ সাম্পাওলিকে পেতে চায় আর্জেন্টাইন ফুটবল এ্যাসোসিয়েশন (এএফএ)। এবার বিশ্বকাপ বাছাইয়ে বেশ নাজুক অবস্থায় আছে আর্জেন্টিনা। ২০১৮ বিশ্বকাপ খেলাই অনিশ্চিত হয়ে পড়েছে। আর সে কারণে অবস্থার পরিবর্তন করতে চায় বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল দলটি। স্প্যানিশ ক্লাব সেভিয়ার কোচ সাম্পাওলিকে সেজন্যই নিতে চাইছে এএফএ। কিন্তু বিষয়টিকে ভালভাবে নেয়নি সেভিয়া। তারা এএফএ-কে হুমকি দিয়েছে আইনী ব্যবস্থা গ্রহণের। পুরো ব্যাপারটি দেখে দারুণ নাখোশ হয়েছেন সাম্পাওলি নিজেও। অচিরেই নতুন কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে এএফএ। এএফএ প্রেসিডেন্ট ক্লডিও টাপিয়া এ বিষয়ে তার ঘোষণায় জানান সাম্পাওলির সঙ্গে আলোচনার জন্য যাবেন তিনি। কিন্তু সেভিয়া এরপরই তাদের বিবৃতিতে টাপিয়ার এ ইচ্ছাকে অগ্রহণযোগ্য ও সম্মানের অভাব হিসেবে অভিহিত করেছে। পরে অবশ্য টাপিয়া জানান, তিনি স্পেন ভ্রমণ করবেন শুধু বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে সাক্ষাত করতে। এ বিষয়ে সাম্পাওলি বলেন, ‘আসলে যা ঘটেছে সেটার ওপর একটি মনগড়া কথায় বিবৃতি দেয়া হয়েছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি এএফএ-কে হ্যাঁ বলেছি কিনা আমার বলা উচিত হবে আমি আর্জেন্টিনার কোচ এবং সেই কথাটা হবে অসত্য।’ গত সোমবার আর্জেন্টিনা কোচ এডগার্ডো বাউজাকে বরখাস্ত করে। এ কারণে এএফএ এখন নতুন কোচের সন্ধানে আছে। কিন্তু সাম্পাওলির দিকে তাদের হাত বাড়ানোটাকে আইনবিরুদ্ধ হিসেবেই দেখছে সেভিয়া। কারণ ক্লাবটির সঙ্গে ২০১৮ পর্যন্ত চুক্তি আছে সাম্পাওলির। কিন্তু তার ভবিষ্যতও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। কারণ সেভিয়ার ক্রীড়া পরিচালক মনচি ক্লাব ছেড়ে চলে গেছেন। কিন্তু সাম্পাওলি স্প্যানিশ লা লিগায় তার অভিষেক মৌসুমে দারুণ সাফল্য এনে দিয়েছেন সেভিয়াকে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে সেভিয়া। ৫৭ বছর বয়সী সাম্পাওলিকে তাই সহজে ছাড়তে চাইবে না ক্লাবটি। কিন্তু তার সাফল্য আর্জেন্টিনার কোচের দৌড়ে সাম্পাওলিকে রেখেছে শীর্ষস্থানে। ’ ফেডারেশন কাপ মে, লীগ শুরু জুনে স্পোর্টস রিপোর্টার ॥ পেশাদার লীগ কমিটির এক সভা শনিবার অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে। সভায় সভাপতিত্ব করেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি এবং পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। সভায় তিনটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সেগুলো হলো : ১. বাংলাদেশ প্রিমিয়ার লীগের ১২টি দল নিয়ে আগামী ১২-২৭ মে পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপ, ২. বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল শুরু হবে আগামী ১২ জুন থেকে এবং ৩. বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ ফুটবলের ট্রান্সফার উইন্ডো ক্লিয়ারেন্সের সময়সীমা ১৫ দিন বৃদ্ধি (শেষ হবে আগামী ১৫ মে)।
×