ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সিডি চয়েসের বৈশাখী আয়োজন

প্রকাশিত: ০৩:৫১, ১৬ এপ্রিল ২০১৭

সিডি চয়েসের বৈশাখী আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে দর্শক শ্রোতাদের জন্য বেশ কিছু নতুন এ্যালবাম ও মিউজিক ভিডিও প্রকাশ করেছে অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস। এ বিষয়ে সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল জানান, এবার তারা ৮টি এ্যালবাম এবং ১০টি মিউজিকি ভিডিও রিলিজ দিয়েছেন। বৈচিত্র্যময় এ্যালবামগুলোর গান এবং মিউজিক ভিডিওগুলো দর্শক শ্রোতাদের ভাল লাগবে বলে আশাবাদী সোহেল। অডিও এ্যালবাম : ন্যান্সির কণ্ঠে একক এ্যালবাম ‘শুনতে চাই তোমায়’। গীতিকার জাহিদ আকবর। সুর ও সঙ্গীত ইমন চৌধুরী। এ্যালবামে গান রয়েছে ৩ টি। গানের শিরোনাম ‘একসঙ্গে হাঁটবো বৈশাখে’, ‘শুনতে চাই তোমায়’, ‘আহা! বৃষ্টি’।অরিনের কণ্ঠে একক এ্যালবাম ‘সুখের সীমানায়’। গীতিকার ¯েœহাশীষ ঘোষ ও আলিফ আহসান বিপু। সুর, সঙ্গীত ও সহ-শিল্পী অয়ন চাকলাদার। গানের সংখ্যা ৩টি। গানের শিরোনাম ‘সুখের সীমানায়’, ‘নতুন করে’ ও ‘মায়াজা। ইমরান ও পড়শীর ডুয়েট এ্যালবাম ‘আবদার’। গানের সংখ্যা ৩টি। রবিউল ইসলাম জীবনের কথায় এবং ইমরানের সুর ও সঙ্গীতে তৈরি এ্যালবামের গানের কথা ‘আবদার’, ‘হেরে যাবো বলে’ প্রভৃতি। মিক্সড এ্যালবাম ‘নয়নের জল’। গানের সংখ্যা ৮টি। কথা রবিউল ইসলাম জীবন, সাফায়েত, জিয়াউদ্দিন আলম, অনুরূপ আইচ, ¯েœহাশীষ ঘোষ, মাহমুদ সানি ও মিজানুর রাফি। সুরকার মিলন, রেজওয়ান শেখ, সাফায়েত, অয়ন চাকলাদার, মাহমুদ সানি ও আনান রাব্বি। সঙ্গীত এমএমপি রনি, রেজওয়ান শেখ, অয়ন চাকলাদার, মাহমুদ সানি, নাসিফ অনি। শিল্পী মিলন, মিজান, অরিন, ন্যান্সি, সাফায়েত, অয়ন চাকলাদার, ইলমা, সুমি মির্জা ও আনান রাব্বি। গানের শিরোনাম ‘নয়নের জল’, ‘মন গগনে’, ‘এসোনা’, ‘জানি আমায় তুমি’, ‘ভালবাসা যায় কিনা’, ‘হারিয়ে বুঝেছি’, ‘রঙ্গিলা’ ও ‘অকারণে। কনিকার কণ্ঠে একক এ্যালবাম ‘সীমাহীন ভালবাসা’। গীতিকার ও সুরকার হুমায়ুন কবির। সঙ্গীত রেজওয়ান শেখ, রেমো বিপ্লব ও আসিফ সাহরিয়ার। সহ-শিল্পী: কাজী শুভ ও হুমায়ুন। গানের সংখ্যা ৫টি। গানের শিরোনাম ‘সীমাহীন ভালবাসা’, ‘ভালবাসি তোরে’, ‘ডেটিং মারি’, ‘দেখলে তোরে মনে হয়’ ও ‘সোনার ময়না’। মায়া খানের কণ্ঠে একক এ্যালবাম ‘মায়া ভলিউম-১’। গীতিকার কাজী শাহিন। সুর ও সঙ্গীত রবিন ইসলাম। গানের সংখ্যা ৩টি। সহ-শিল্পী কাজী শুভ, খান রুপম, রাকিব চৌধুরী ও রবিন ইসলাম। গানের শিরোনাম ‘বৈশাখ’, ‘খুব খেয়ালে’ ও ‘টুলেট’। হাজরার কণ্ঠে একক এ্যালবাম ‘তোমার পরশমাখা গান’। গীতিকার ও সুরকার বিজয় সরকার। সঙ্গীত গোলাম সারোয়ার। গানের সংখ্যা ৮টি। গানের শিরোনাম ‘মরনরে তুহু মম’, ‘তোমায় প্রথম যেদিন দেখেছি’, ‘তোমার পরশমাখা গান’, ‘তোমার নামে নয়নের মোর’, ‘আমার মনে মেনেছে’, ‘মন বিল্ললের আযান’, ‘আমি কেমন করে থাকি সইরে’ ও ‘আমার পোষা পাখি’। শেখ মিলন ফিচারিং মিক্সড এ্যালবাম ‘মন জমিনে’। গানের সংখ্যা ৩। গীতিকার সুদীপ কুমার দীপ ও শেখ মিলন। সুর ও সঙ্গীত শেখ মিলন। শিল্পী কাজী শুভ, ঐশী, শেখ মিলন। গানের কথা ‘মন জমিনে’, ‘আজন্ম পাপ’, ‘নতুন ভোর’। মিউজিক ভিডিও : গানের নাম ‘ভালবাসা যায় কিনা’। শিল্পী অয়ন চাকলাদার ও ইলমা। কথা ¯েœহাশীষ ঘোষ। সুরকার ও সঙ্গীত পরিচালক অয়ন চাকলাদার। ভিডিও নির্মাতা সৈকত রেজা। তানজিব সারোয়ার ফিচারিং ‘মন ভুইলা’। শিল্পী জুয়েল মোর্শেদ ও পড়শী। সঙ্গীত আমজাদ হোসেন। ভিডিও নির্মাতা প্রেক্ষাগৃহ। গানের নাম ‘মেলা’। কথা, সুর ও সঙ্গীত আভরাল সাহির। গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন পিংকি। ভিডিও নির্মাতা সৈকত রেজা। গানের নাম ‘ভালবেসে এই আমায়’। শিল্পী ইমরান ও জান্নান পুষ্প। কথা রবিউল ইসলাম জীবন। সুর ও সঙ্গীত ইমরান। ভিডিও নির্মাতা শেহজাদ তানভীর। ‘রঙ্গিলা’ শিল্পী সুমি মির্জা। কথা, সুর ও সঙ্গীত মাহমুদ সানি। ভিডিও নির্মাতা খন্দকার বাপ্পি। ‘মন গগনে’, শিল্পী মিজান ও অরিন। কথা অনুরূপ আইচ। সুর ও সঙ্গীত রেজওয়ান শেখ। ভিডিও নির্মাতা জিয়াউদ্দিন আলম। ‘বৈশাখী’, শিল্পী কাজী শুভ ও মায়া খান। কথা কাজী শাহিন। সুর ও সঙ্গীত রবিন ইসলাম। ভিডিও নির্মাতা রবিন ইসলাম। ‘ধ্রুবতারা‘, শিল্পী তাহসান। কথা রবিউল ইসলাম জীবন। সুর ও সঙ্গীত ইমরান। ভিডিও নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। ‘ভালবেসে মন কি পেলো’ শিল্পী ইমরান। কথা ¯েœহাশীষ ঘোষ। সুর মিলন। সঙ্গীত এমএমপি রনি। ভিডিও নির্মাতা মিনহাজ আল দীন। গানের নাম ‘কেমনে বলো না’। শিল্পী মিলন। সুর কাজী শুভ। সঙ্গীত রাফি। ভিডিও নির্মাতা মাহামুদ মাহিন।
×