ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ট্রেন ও সড়ক দুর্ঘটনায় নারীসহ ৪ জন নিহত

প্রকাশিত: ০৮:৪৯, ১৪ এপ্রিল ২০১৭

রাজধানীতে ট্রেন ও সড়ক দুর্ঘটনায় নারীসহ ৪ জন নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃর্থক স্থানে ট্রেন ও সড়ক দুর্ঘটনায় এক নারীসহ চারজন নিহত হয়েছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে লক্ষ্মীবাজারের ‘একটি জর্দা’ কারখানার সামনে দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উচ্ছেদ অভিযান চলছিল। এ সময় বুলডোজার ঘোরানোর সময় এক নারীর (৩০) সঙ্গে ধাক্কায় লাগে। এতে ওই নারী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, ওই নারী লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তার লাশ শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। মৃত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরনে কমলা রঙের সালোয়ার কামিজ ছিল। এদিকে বৃহস্পতিবার ভোরের দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরে গরিবে নেওয়াজ সড়কে প্রাইভেটকারের ধাক্কায় আমিনুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম মোঃ জয়নাল শেখ। গ্রামের বাড়ি ফরিদপুর জেলার চক ফতেপুরের এলাকায়। তিনি উত্তরা ৩ নম্বর সেক্টরে থাকতেন। অন্যদিকে বৃহস্পতিবার সকালে কুড়িল বিশ্বরোডে ট্রেনে ধাক্কায় আরিফ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে তাকে কুড়িল বিশ্বরোড রেললাইন পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় ঢাকাগামী ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কমলাপুর আইসিডির সামনে রেললাইন পার হচ্ছিলেন অজ্ঞাত (২৫) এক যুবক। এ সময় নারায়ণগঞ্জগামী ট্রেনের নিচে ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
×