ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চিকিৎসা শাস্ত্রের উচ্চতর ডিগ্রীসমূহের মধ্যে সমন্বয় থাকতে হবে ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:১৫, ১৪ এপ্রিল ২০১৭

চিকিৎসা শাস্ত্রের উচ্চতর ডিগ্রীসমূহের মধ্যে সমন্বয় থাকতে হবে ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ চিকিৎসা শাস্ত্রের উচ্চতর ডিগ্রীসমূহের মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে একটি সুনির্দিষ্ট কাঠামো প্রণয়ন করা দরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস ও সার্জনস (বিসিপিএস) এর প্রতিনিধি দল সাক্ষাত করতে গেলে স্বাস্থ্যমন্ত্রী একথা জানান। তিনি বলেন, চিকিৎসা শাস্ত্রের সঙ্গে মানুষের জীবন-মরণের বিষয়টি জড়িত। উচ্চতর ডিগ্রী দেখে অনেক রোগী ওই চিকিৎসকদের কাছে চিকিৎসা গ্রহণ করেন। তাই চিকিৎসা শাস্ত্রের উচ্চতর ডিগ্রীসমূহের মধ্যে সমন্বয় থাকতেই হবে। বিসিপিএস এর সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. নূরুল আমিন, অধ্যাপক ডা. এবিএম মাকসুদুল আলম আট সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ ছাড়া এদিন বাংলাদেশ মেডিক্যাল এ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) এক প্রতিনিধি দল মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাত করেন। এসময় মন্ত্রী চিকিৎসকদের পদোন্নতি নীতিমালার সংশোধনী প্রণয়নের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন। আট সদস্যের প্রতিনিধিদলের মধ্যে বিএমডিসি সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ্, অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ এসময় উপস্থিত ছিলেন। বিসিপিএস প্রতিনিধিদল দেশের চিকিৎসকদের উচ্চতর শিক্ষার বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের গৃহীত পদক্ষেপগুলো প্রশংসা করে তা বাস্তবায়নে সহযোগিতার আশ^াস প্রদান করেন। এ সময় মন্ত্রী বিসিপিএস এর ভবন সম্প্রসারণের কাজের অগ্রগতি সম্পর্কেও খোঁজ খবর নেন। এর আগে চট্টগ্রাম ও রাজশাহী মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের জন্য দুটি পৃথক অবকাঠামো নির্মাণ কাজ দ্রুত শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ লক্ষ্যে ভূমি বরাদ্দ ও প্রকল্প প্রস্তাব প্রণয়নের কাজ শীঘ্রই সম্পন্ন করার জন্যও তিনি এ সময় নির্দেশনা প্রদান করেন। সচিবালয়ে চট্টগ্রাম মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ সংক্রান্ত এক সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন। সভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, চট্টগ্রাম মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, রাজশাহী মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিবসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রাথমিক পর্যায়ে ঢাকায় দুটি লিয়াজোঁ অফিস স্থাপন করে প্রশাসনিক কাজ শুরু করার জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। সাত এএসপিকে এসএসএফে নিয়োগ স্টাফ রিপোর্টার ॥ সাত সহকারী পুলিশ সুপারকে (এএসপি) স্পেশাল সিকিউরিটি ফোর্সে (এসএসএফ) নিয়োগ দিয়েছে সরকার। প্রেষণে নতুন এই দায়িত্ব দিতে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়। বৃহস্পতিবার এই আদেশ জারি করা হয় । নিয়োগপ্রাপ্ত সাতজন হলেন- এসপিবিএনের এএসপি মাহমুদুল হাসান ও মোঃ আলাউল হাসান এবং ঢাকা সিআইডির এএসপি শেখ মোঃ জিন্নাহ আল মামুন ও মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশের এএসপি মোঃ আতিকুজ্জামান, র‌্যাবের এএসপি মোঃ সোহেল রানা এবং রেলওয়ে পুলিশের এএসপি মোঃ মিরাজুল ইসলামও এসএসএফে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং জাতির পিতার পরিবারের সদস্য ছাড়াও অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দেয় স্পেশাল সিকিউরিটি ফোর্স।
×