ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুপ্তচর ধরতে...

প্রকাশিত: ০৫:৪১, ১২ এপ্রিল ২০১৭

গুপ্তচর ধরতে...

বিদেশী গুপ্তচরদের ‘প্রেমের ফাঁদে’ না পড়ার সতর্কবাণী দিয়ে চীন সরকার গত বছর এক সতর্কবার্তা জারি করেছিল। এবার বেজিংয়ের পৌর সরকার সোমবার আরও একধাপ এগিয়ে বলছে, বিদেশী গুপ্তচরের বিষয়ে তথ্য দিতে পারলে মোটা অঙ্কের অর্থ মিলবে। এ ধরনের গোপন তথ্য দেয়ার বিনিময়ে বেজিংয়ের বাসিন্দারা সর্বোচ্চ পাঁচ লাখ ইউয়ান পর্যন্ত বাগাতে পারবেন। বেজিং পৌর সরকারের নিরাপত্তা বিভাগের প্রস্তাবে বলা হয়েছে, রাজধানীর বাসিন্দারা গত বছর চালু করা হটলাইন অথবা ডাকযোগে গুপ্তচরবৃত্তির খবর দিতে পারবেন। এই তথ্যের গুরুত্বের ভিত্তিতে তারা পাবেন এক লাখ থেকে পাঁচ লাখ ইউয়ান। বেজিংয়ের পৌর কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, ‘বিদেশী চরদের রুখতে’ জনগণকে এগিয়ে আসতে হবে। এমনিতেই কমিউনিস্ট চীনে কড়া নজরদারির মধ্যে থাকে বিদেশী সংস্থা ও কোম্পানিগুলো। এমনকি বিদেশী শিক্ষাবিদেরাও এর বাইরে নন। বেইজিং কর্তৃপক্ষের ভাষ্য, চীনের রাজধানী বরাবরই বিদেশী গোয়েন্দা সংস্থাগুলোর পছন্দের তালিকায় এক নম্বরে। চীনে সম্প্রতি প্রথমবারের মতো পালন করা হয়েছে ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন ডে। এর অংশ হিসেবে স্থানীয় সরকারের বুলেটিন বোর্ডে টাঙ্গানো হয় সচেতনতামূলক পোস্টার। এতে দেখানো হয়েছে, চীনের সরকারী কর্মকর্তা এক নারী ভিনদেশির প্রেমে জড়িয়ে গুপ্তচরবৃত্তির ফাঁদে পড়েন।Ñদি গালফ টুডে অবলম্বনে।
×