ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৪:৫০, ১২ এপ্রিল ২০১৭

অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট শহরসংলগ্ন ভৈরব নদের তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দড়াটনা সেতুর নিচ থেকে দুই কিমি এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস জানান, নদের তীর দখল করে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর তীর রক্ষা ও দূষণ রোধে এখন থেকে নিয়মিত জেলা প্রশাসন মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে।’
×