ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে সড়কে মা মেয়েসহ নিহত ৫

প্রকাশিত: ০৬:১৩, ১১ এপ্রিল ২০১৭

সিরাজগঞ্জে সড়কে মা মেয়েসহ নিহত ৫

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সোমবার সকালে সিরাজগঞ্জ সদরের বাড়াকান্দি ও উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা, মেয়েসহ পাঁচজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, কামারখন্দের বলরামপুর থেকে সিএনজি অটোরিক্সা সোমবার সকাল ৭টার দিকে পাঁচ যাত্রী নিয়ে সিরাজগঞ্জে যাবার পথে বনবাড়ীয়া বাড়াকান্দিতে ঢাকাগামী স্টারলিট পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই কামারখন্দ উপজেলার চৌবাড়ী পশ্চিমপাড়া গ্রামের আল-আমিন (৩০) মারা যায়। পরে আহত চারজনকে হাসপাতালে নেয়া হলে আব্দুস সোবাহান (৩৫) ও বেলাল হোসেন (৩২) মারা যায়। আহত হন ২ জন। তারা হলেন হাজী হবিবর রহমান ও তার ছোট ছেলে হেলাল (২৫)। এদিকে সোমবার সকাল ৯টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর কোল্ডস্টোরের কাছে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চায়না রানী পাল (৩০) এবং তার শিশুকন্যা তুলি রানী পাল (৬) মারা যায় এবং চায়না রানীর স্বামী সাতবাড়িয়া ডিগ্রী কলেজে প্রভাষক শংকর কুমার পাল গুরুতর আহত হয়। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিল। মুন্সীগঞ্জে কলেজছাত্রী স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভবেরচর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় লেগুনা আরোহী কলেজছাত্রী আমেনা আক্তার (১৮) নিহত হয়েছে। সোমবার সকালের এ ঘটনায় আরও ১১ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে এগারটায় ভবেরচর থেকে বালুয়াকান্দি যাওয়ার পথে যাত্রীভর্তি লেগুনাকে ঢাকাগামী হিমালয় পরিবহনের বাস চাপা দিলে লেগুনার চালকসহ ১২ যাত্রী আহত হয়। এদের মধ্যে চারজন কলেজ ছাত্র ছিল। আহতদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে গজারিয়া উপজেলার মীরেরগাঁ গ্রামের বশিরউদ্দিনের মেয়ে স্থানীয় কলিমউল্লাহ ডিগ্রী কলেজের ছাত্রী আমেনা আক্তারের মৃত্যু হয়।
×