ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে নিহত ৬

প্রকাশিত: ০৫:২১, ১০ এপ্রিল ২০১৭

কাশ্মীরে পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে নিহত ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতশাসিত কাশ্মীরের শ্রীনগরে রবিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। উপনির্বাচন চলাকালে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীরা এ উপনির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল। এতে ভোটার উপস্থিতি ছিল খুবই কম (৫.৫২ শতাংশ)। নির্বাচন উপলক্ষে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। খবর টাইমস অব ইন্ডিয়া ও ডন অনলাইনের। বুদগ্রাম জেলার চার-ই-শরিফ এলাকার পাখেরপরার একটি ভোটকেন্দ্রে ভাংচুর চালায় বিক্ষুব্ধ লোকজন। এসময় বিক্ষোভকারীরা পুলিশের ওপর পাথর নিক্ষেপ করলে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। কিন্তু পরে পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। এতে তিনজন নিহত হয়। এদিকে উপনির্বাচন চলাকালে পৃথক কয়েকটি জায়গায় সংঘর্ষে আরও তিনজন নিহত হয়। বিক্ষুব্ধ জনতা কয়েকটি বুথে আগুন ধরিয়ে দেয়।
×