ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নাটুকের ‘ঠাকুর ঘরে কে রে’ মঞ্চায়ন কাল

শিক্ষক ফাতেমা আলির চিকিৎসা সহায়তায়

প্রকাশিত: ০৩:৪১, ৯ এপ্রিল ২০১৭

শিক্ষক ফাতেমা আলির চিকিৎসা সহায়তায়

স্টাফ রিপোর্টার ॥ কথাকলি বিদ্যানিকেতন ও পরশমণি কিন্ডারগার্টেনের সাবেক অধ্যক্ষ ক্যান্সার আক্রান্ত শিক্ষক ফাতেমা আলির চিকিৎসা সাহায্যার্থে দর্শকপ্রিয় কমেডি প্রযোজনা ‘ঠাকুর ঘরে কে রে’ নাটকের প্রদর্শনী করতে যাচ্ছে নাটকের দল নাটুকে। দলের শাখা সংগঠন থিয়েটার ক্যান ফান্ডের উদ্যোগে এ বিশেষ প্রদর্শনীর উদ্যোগ নেয়া হয়েছে। আগামী কাল সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকের বিশেষ মঞ্চায়ন হবে বলে জানা গেছে। ফরাসী নাট্যকার মার্ক ক্যামোলতি রচিত আল নোমান অনুদিত ও নির্দেশিত ‘ঠাকুর ঘরে কে রে’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আল নোমান, মাহবুব, মনি, শ্যামল, মেরিন, মুন প্রমুখ। ‘ঠাকুর ঘরে কে রে’ নাটকের কাহিনীতে দেখা যায় বৃদ্ধ স্যামুয়েল পরিকল্পনা আঁটে, তার স্ত্রী জ্যাকলিনকে তার মায়ের বাড়ি পাঠিয়ে দিয়ে, সে তার মডেল ও অভিনেত্রী বান্ধবী সুজেন ডাক নাম সুজির জন্মদিন পালন করবে। এ উপলক্ষে তার সঙ্গে দুদিন কাটাবে। অনাকাক্সিক্ষত ঝামেলা এড়ানোর জন্য সে তার পুরনো বন্ধু প্যাট্রিককে নিমন্ত্রণ করে, যে কিনা তার স্ত্রীর পুরনো প্রেমিকও। রান্নার জন্য বাবুর্চি ভাড়া করে যার ডাক নামও সুজি। যেই জ্যাকলিন মায়ের বাড়ি যেতে বের হবে, অমনি পরপর দুবার ফোন আসে এবং সে তার স্বামীর ফন্দি আঁচ করতে পারে। সে জেনে যায় তার পুরনো প্রেমিকও আসছে! সে খেলায় উল্টো চাল দেয় এই বলে যে, তার মা অসুস্থ এবং তাকে যেতে নিষেধ করেছে! স্যামুয়েলের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে! এদিকে একে একে সবাই এসে পড়লে ঘটতে থাকে নানা মজার সব কা-। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী। নাটুকে প্রধান আল নোমান বলেন, এই রকম ব্যয়বহুল রোগের চিকিৎসা একটি পরিবারের পক্ষে একা চালিয়ে যাওয়া সম্ভব নয়। একে অন্যের পাশে দাঁড়াতে হবে। আর ফাতেমা আলির মতো শিক্ষকরা হচ্ছেন সমাজের বাতিঘর। তাঁদের প্রতি সমাজ বা রাষ্ট্রের দায়িত্ব অনেক বেশি। গত মাসেও ‘বিয়ে বিড়ম্বনা’ মঞ্চায়ন করে দুইটা ক্যামোর টাকা আমরা দিতে পেরেছি। যেহেতু উনার ক্যান্সার প্রথমস্তরেই আছে, আর ৩-৪টা ক্যামো দিলে তিনি মোটামুটি আশঙ্কামুক্ত হবেন। তাই এ মাসের প্রদর্শনীটিও তাঁর সাহায্যার্থে করতে যাচ্ছি। নাটক মঞ্চায়ন শেষে সংগৃহীত অর্থ বরাবরের মতো উপস্থিত বিশিষ্ট জনেরা তাঁর পরিবারের সদস্যের হাতে প্রদান করবেন।
×