ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় আরও সামরিক অভিযান চালানো হতে পারে ॥ নিকি হ্যালি

খতিয়ে দেখা হচ্ছে রুশ সংশ্লিষ্টতা

প্রকাশিত: ০৩:৩৯, ৯ এপ্রিল ২০১৭

খতিয়ে দেখা হচ্ছে রুশ সংশ্লিষ্টতা

সিরিয়ায় রাসায়নিক হামলায় রাশিয়া জড়িত কি-না যুক্তরাষ্ট্র সেটি তদন্ত করে দেখছে। মঙ্গলবার সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইদলিব প্রদেশে রাসায়নিক গ্যাস হামলায় ৮৫ জন নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দেশটির বিমানঘাঁটি লক্ষ্য করে টোমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সিরিয়ায় গ্যাস হামলায় রাশিয়া জড়িত কি-না সেটি পেন্টাগন এখন খতিয়ে দেখছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ অবশ্য ওই হামলায় রুশ সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন। এ হামলায় বিশ্ব নেতৃবৃন্দ যেমন দ্বিধাবিভক্ত তেমনি বিভক্ত হয়ে পড়েছেন মার্কিন রাজনীতিকরা। মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার সর্ববৃহৎ ও কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই বিমানঘাঁটি থেকেই বিদ্রোহীদের টার্গেট করে সামরিক অভিযান পরিচালনা করত বাশার আল আসাদের অনুগত বিমানবাহিনী। সিরিয়ার এখনও মোট ২৫টির মতো বিমানঘাঁটি রয়েছে, যার মধ্যে ২০টি আসাদ বাহিনীর নিয়ন্ত্রণে। সিরীয় ঘাঁটি লক্ষ্য করে শুক্রবার ভোরে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ থেকে ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। যুক্তরাষ্ট্র জানিয়েছে, দেশটিতে আরও সামরিক অভিযান চালানো হতে পারে। সিরিয়ার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থার ইঙ্গিত দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এ নিয়ে শুক্রবার আরও পরের দিকে জাতিসংঘেও তুমুল বিতর্ক হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি জরুরী বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, রাসায়নিক অস্ত্রের ব্যবহার বন্ধ আর নিরস্ত্রীকরণ ব্যাপকভাবেই জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। আমেরিকা এটাই শুধু নিশ্চিত করার চেষ্টা করছে, সিরিয়ার বাশার আল আসাদ যেন কখনও রাসায়নিক অস্ত্র ব্যবহার না করেন। এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্টিভ মনোচিন বলেছেন, সিরিয়ার বিরুদ্ধে আরও কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে তিনি প্রস্তুতি নিচ্ছেন। নিকি হ্যালি বলেছেন, আমেরিকা এটাই শুধু নিশ্চিত করার চেষ্টা করছে, সিরিয়ার আসাদ যেন কখনও রাসায়নিক অস্ত্র ব্যবহার না করেন। তিনি বলেন, ‘আমরা আরও কিছু করতে প্রস্তুত ছিলাম, কিন্তু আশা করছি, তার প্রয়োজন হবে না। আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে রাসায়নিক অস্ত্রের ব্যবহার ও এর ছড়িয়ে পড়া রোধ করা অত্যাবশ্যক।’ অন্যদিকে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত সাফ্রোনকভ বলেছেন, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে সন্ত্রাসীদেরই উৎসাহিত করছে। সিরিয়ার একটি শহরে রাসায়নিক হামলার জের ধরে সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। এর আগে ইসলামপন্থী জঙ্গীদের বিরুদ্ধে অভিযান চালালেও সিরিয়ার কোন সরকারী ঘাটিতে এই প্রথম মার্কিন হামলার ঘটনা ঘটল। শুক্রবারের ওই অভিযানে অন্তত ছয়জন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। রাসায়নিক অস্ত্র গুদামজাত করে রাখা হয়েছে সন্দেহে সিরিয়ার একটি বিমানঘাঁটিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার প্রতিক্রিয়ার যুক্তরাষ্ট্র ‘হতাশ তবে বিস্মিত নয়’। একতরফা এ হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ‘সন্ত্রাসীদের’ উস্কে দিচ্ছে বলে অভিযোগ করে রাশিয়া। পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, ‘এ প্রতিক্রিয়ায় আমি হতাশ। এতে আসাদ সরকারের প্রতি তাদের অব্যাহত সমর্থনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আর প্রকৃতপক্ষে তারা এমন এক সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে যারা তাদের নিজেদের জনগণের ওপর এ ধরনের ভয়ঙ্কর হামলা চালিয়ে থাকে। তাই এটি বেশ হতাশাজনক, কিন্তু দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, এতে বিস্মিত হওয়ার কিছু নেই।’ যুক্তরাষ্ট্রের এ হামলার পর সিরিয়ার আকাশ প্রতিরক্ষা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। এর পাশাপাশি সিরিয়ার আকাশে দুটি দেশের যুদ্ধবিমানের সংঘর্ষ এড়াতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় গৃহীত সরাসরি আলোচনার পথও বন্ধ করে দিয়েছে মস্কো। ইদলিবের সরকারবিরোধীদের পরিচালিত স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ৮৯ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ৩৩টি শিশু ও ১৮ নারী রয়েছে। বিমান হামলার কথা স্বীকার করলেও বিষাক্ত নার্ভ গ্যাস সারিন ব্যবহারের কথা অস্বীকার করেছে সিরীয় সরকার। -ইয়াহু নিউজ
×