ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বৈশাখকে সামনে রেখে বেড়েছে জামদানির চাহিদা

প্রকাশিত: ০৩:৩৭, ৯ এপ্রিল ২০১৭

বৈশাখকে সামনে রেখে বেড়েছে জামদানির চাহিদা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পহেলা বৈশাখকে সামনে রেখে বেড়েছে জামদানির চাহিদা। তাই ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামদানি পল্লির তাঁতীরা। চলছে নানা রং আর নতুন ডিজাইনের শাড়ি তৈরির কাজ। এবারের বৈশাখে গত বছরের তুলনায় বেচাকেনা দ্বিগুণ ছাড়িয়ে যাবে বলে আশা করছেন পাইকারি বিক্রেতারা। চার শতাধিক তাঁত কারখানা নিয়ে গড়ে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জামদানি পল্লী। প্রায় ২ হাজার তাঁতীর স্পর্শে নানা রঙের বুননে চলছে পহেলা বৈশাখের শাড়ি বানানোর কাজ। বাঙালীর বিশেষ এই দিনটিকে সামনে রেখে বেড়েছে জামদানি শাড়ির চাহিদা। তাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত শাড়ি বুননে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা। তবে, কাজের চাপ বাড়লেও সেই অনুযায়ী ন্যায্য মজুরি পাচ্ছে না বলে অভিযোগ তাঁতীদের। স্বল্প আয়ে পরিবার নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। পাইকারি বিক্রেতারা বলছেন, এ বছর উৎসবের সঙ্গে তাল মিলিয়ে নানা রং আর ডিজাইনের জামদানি শাড়ি বুনন হচ্ছে। শাড়ির পাশাপাশি তৈরি করা হচ্ছে জামদানি কাপড়ের জামা ও পাঞ্জাবি। চাহিদা অনুযায়ী দোকানগুলোতে পর্যাপ্ত জামদানি শাড়ি রয়েছে বলে জানান বিক্রেতা।
×