ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টি২০ ক্রিকেট ছাড়েননি মাশরাফি!

প্রকাশিত: ০৫:৫২, ৮ এপ্রিল ২০১৭

টি২০ ক্রিকেট ছাড়েননি মাশরাফি!

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ থেকে কোন ক্রিকেটার বিদায় নিলে এত হুলস্থুল পড়ে না। কিন্তু মাশরাফি বিন মর্তুজা যেই বিদায় নিলেন, হুলস্থুল পড়ে গেল। তাকে আবার ফিরিয়ে আনা হোক, সেই দাবিই উঠছে। এমন মুহূর্তে শুক্রবার শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ দল দেশে ফিরতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিলেন, টি২০ ক্রিকেট ছাড়েননি মাশরাফি। মাশরাফি নিজেই ফেসবুক স্ট্যাটাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে নামার আগে অবসরের কথা টস করে জানিয়ে দিয়েছেন। কিন্তু পাপন কিনা বলছেন মাশরাফি টি২০ ক্রিকেট এখনও ছাড়েননি। শুধু নেতৃত্বই ছেড়েছেন। পাপনের ব্যাখ্যা আসলে ‘আমাদের দরকার হলে আমরা কি তাকে ছেড়ে দেব?’ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাপন জানান, ‘মাশরাফি কিন্তু টি২০ ছাড়েনি। আমরা এখনও বলিনি মাশরাফি স্কোয়াডে (টি২০’র দলে) নেই। ও অধিনায়কত্ব ছেড়েছে।’ বিসিবি সভাপতি আরও বলেন, ‘তিন সংস্করণে আমাদের তিন অধিনায়ক হবেÑ আমি প্রথম থেকেই বলছি। ও নিজেকে ফিট মনে করলে অবশ্যই থাকবে (টি২০ দলে)। আমাদের দরকার হলে আমরা কি তাকে ছেড়ে দেব? অধিনায়কত্ব শুধু ভাগ হয়েছে। মুশফিক তিন সংস্করণেই অধিনায়ক ছিল। ওর দুটির অধিনায়কত্ব চলে গেছে বলে কি মুশফিক বিদায় নিয়েছে?’ প্রশ্ন তুলেছেন পাপন। শুধু প্রশ্ন মাশরাফির টি২০ ছাড়া নিয়েই নয়, মাশরাফির অবসরের পর এত শোরগোল নিয়েও অবাক পাপন। এ নিয়ে বলেছেন, ‘বাংলাদেশ ছাড়া টি২০তে অধিনায়কত্বে কে রিটায়ার করল, কে গেল, এটা নিয়ে কোনদিন কোন জায়গায় নিউজ দেখেনি। শুধু বাংলাদেশেই এত হুলস্থুল দেখছি। যে কোন দেশে ওয়ানডে নিয়ে কথা হয়, টেস্ট নিয়ে হয়, কিন্তু টি২০ নিয়ে এমন আলোচনা হয় না। মাশরাফির মনে কষ্ট না থাকার কোন কারণ নেই। কারণ ও একজন খেলোয়াড়। শুধু খেলোয়াড়ই নয়, ও দলটাকে নেতৃত্ব দিয়ে আসছে। তাছাড়া খেলা থেকে অবসর, সেজন্য খারাপ লাগতেই পারে। এটা অস্বাভাবিক কিছু না। আমারও লাগত। ওকে যখন অধিনায়ক করা হয় টি২০ ও ওয়ানডেতে, ও স্কোয়াডেই ছিল না। ও তখন ইনজুরিতে। ওকে যখন বানানো হয়েছে, তখন নিশ্চয়ই একটা বিশেষ কথা চিন্তা করে করা হয়েছিল। সেই ভূমিকা সে পুরোপুরিভাবে সার্থকভাবে করেছে, সেজন্য ওর পাশাপাশি আমরাও গর্বিত।’ বিসিবি সভাপতির কথায় যুক্তি আছে। কিন্তু সেই যুক্তি কি আবেগের কাছে মূল্যহীন। মাশরাফির সঙ্গে দেশের মানুষের আবেগ এমনভাবে জড়িয়ে সেখানে কোন যুক্তিই কাজে দিচ্ছে না। তাই দাবি উঠছে মাশরাফিকে আবার টি২০তে ফিরিয়ে আনা হোক। বিসিবি সভাপতি পাপনও বলে দিলেন, টি২০ ক্রিকেট ছাড়েননি মাশরাফি।
×