ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৫:৫১, ৮ এপ্রিল ২০১৭

কবিতা

বোশেখ মাসের প্রথম দিনে রবিউল হুসাইন অনেক কথা উঠলো জেগে চৈত্র মাসের শেষ বিকেলে মনটা ভীষণ খারাপ লাগে কেমন করে গেল চলে হু হু করে একে একে মনে পড়ে কত কথা গত দিনের সময়টাকে স্মৃতির ছবি হৃদয় ব্যথা এমন সময় কাল বোশেখী ছড়িয়ে পাল উড়িয়ে ধ্বজা অবাক হয়ে আমি দেখি কী আনন্দ কী যে মজা! এমনি করেই বাঙালীদের হাজির হয় দীপ্ত প্রাণে নতুন বছর সর্বজনের বোশেখ মাসের প্রথম দিনে বৈশাখে নাসের মাহমুদ আজ বোশেখের পয়লা দিনে মানুষজনের হুল্লোড়ে, গাঁও নগরের নির্জনতা এ কোন্ দোলায় দুললো রে। বৈশাখে আজ গাছের শাখা ফুলে ফুলে ভরলো রে, মানুষ যতো গলা খুলে বৈশাখী গান ধরলো রে। ঘাটের পাশে বটের তলায় আজকে মেলার দিনে, সবাই যাবো - দুলবো দোলায় আনবো বাঁশি কিনে। সব মানুষের প্রাণে আজÑ ‘জয়ধ্বনি কর, ঐ নূতনের কেতন ওড়ে কাল বোশেখীর ঝড়।’ সাম্য প্রীতির গান আ.ফ.ম. মোদাচ্ছের আলী বসবে আজি খুশির মেলা দাও ভাসিয়ে মনের ভেলা দাও ছড়িয়ে প্রাণের আলো যাক মুছে যাক সকল কালো। তপ্ত দিনের মত্ত হাওয়া খেলনা পুতুল বাঁশি পাওয়া মুছে দিয়ে পুরনো পাতা খুলবো এদিন নতুন খাতা কি আনন্দ আজ; আসুক প্রলয় হাওয়ার দোলা কিংবা পড়ুক বাজ। বোশেখ মানে নতুন দিনের মিলন আহ্বান বোশেখ মানে বীর বাঙালীর সাম্য প্রীতির গান।
×