ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিল্লীর পার্ক স্ট্রীট বঙ্গবন্ধুর নামে নামকরণ হচ্ছে

প্রকাশিত: ০৮:০১, ৭ এপ্রিল ২০১৭

দিল্লীর পার্ক স্ট্রীট বঙ্গবন্ধুর নামে নামকরণ হচ্ছে

ভারতের রাজধানী দিল্লীর পার্ক স্ট্রীটের নাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সরকারী সফরে ভারতে আসার একদিন আগে এনডিএমসি এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। খবর বাসসর। নয়াদিল্লী মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) বন্ধুত্বের নিদর্শন হিসেবে এ সিদ্ধান্ত অনুমোদন করেছে বলে জানিয়েছে। এনডিএমসির উর্ধতন এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, শেখ হাসিনার সফরের প্রাক্কালে পার্ক স্ট্রীটের নাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের নিদর্শন হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এনডিএমসির কর্মকর্তারা জানান, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ ১২ কাউন্সিল সদস্য এ প্রস্তাবে সম্মতি দেন। এনডিএমসির ভাইস চেয়ারম্যান করণ সিংহ তানোয়ার বলেন, শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পৌঁছার আগেই বৃহস্পতিবার রাতে পরিবর্তনের এ কাজ বোর্ড অনুমোদন করবে।
×