ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: ০৮:০০, ৭ এপ্রিল ২০১৭

প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্র্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় ও চূড়ান্ত টি- টুয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে বৃহস্পতিবার আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। খবর বাসসর। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ক্রিকেট অনুরাগী শেখ হাসিনা শ্রীলঙ্কাকে পরাজিত করার জন্য জাতীয় দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের অভিনন্দন জানান। শেখ হাসিনা শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট, ওডিআই এবং টি-টুয়েন্টিতে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্যও বাংলাদেশ দলকে অভিনন্দন জানান। প্রেস সচিব প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বলেন, গোটা জাতি আমাদের খেলোয়াড়দের টিম স্পিরিট ও তাদের অসাধারণ নৈপুণ্য দেখে গর্বিত। বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতেও বিজয়ের এ ধারা অব্যাহত রাখবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন। উল্লেখ্য, বাংলাদেশ দ্বিতীয় এবং শেষ টি-টুয়েন্টি ম্যাচে ৪৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে তাদের সফর শেষ করেছে।
×