ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোহনবাগানের কাছে আবাহনীর দুর্ভাগ্যের হার

প্রকাশিত: ০৯:১৮, ৫ এপ্রিল ২০১৭

মোহনবাগানের কাছে আবাহনীর দুর্ভাগ্যের হার

রুমেল খান ॥ ভঙ্গুর দল। তারপরও জয়ের লক্ষ্য নিয়েই ভারতের কলকাতায় ‘এএফসি কাপ’-এর এ্যাওয়ে ম্যাচ (‘ই’ গ্রুপ) খেলতে গিয়েছিল ঢাকা আবাহনী লিমিটেড। মঙ্গলবার ভারতের মোহনবাগান এ্যাথলেটিক ক্লাবের মুখোমুখি হয় তারা। ম্যাচে আগে গোল করেও দুর্ভাগ্যের হার মানে তারা, ১-৩ গোলে। কলকাতার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধের স্কোরলাইন ছিল ১-১। খর্বশক্তির দল নিয়েও খেলার ২১ মিনিটে আগে গোল করে প্রতিপক্ষকে চমকে দেয় ৪-১-৪-১ ফর্মেশনে খেলা শুরু করা আবাহনী। ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন ডান প্রান্ত দিয়ে ঢুকে বল কাটব্যাক করে দেন সতীর্থ ইংলিশ মিডফিল্ডার জোনাথন ডেভিড ব্রাউনকে। অনেকটা অরক্ষিত থাকা জোনাথন চলতি বলে শট নিয়ে মোহনবাগানের জালে জড়িয়ে দিয়ে আবাহনীকে উল্লাসের উপলক্ষ এনে দেন (১-০)। তবে বেশিক্ষণ এই অগ্রগামিতা ধরে রাখতে পারেনি ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’রা। প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+১ মিনিট) গোল করে সমতায় ফেরে স্বাগতিক মোহনবাগান। ৪৮ মিনিটে গোল করে এবার লিড নেয় মোহনবাগান। জাপানী ফরোয়ার্ড ইউসা কাতসুমি আবাহনীর এক খেলোয়াড়কে কাটিয়ে ঢুকে পড়েন বক্সে। ক্রস করেন। বা পায়ের শটে লক্ষ্যভেদ করেন অপর ফরোয়ার্ড বলবন্তু সিং (২-১)। শহীদুল ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি। বল তার মাথার ওপর দিয়ে ঢোকে জালে। ৮৭ মিনিটে আবাহনীর হারের কফিনে শেষ পেরেকটি ঠোকে মোহনবাগান। বল নিয়ে বক্সের ভেতর ঢুকে আবাহনীর দুই ডিফেন্ডারকে ডজ দিয়ে দর্শনীয় ভঙ্গিতে গোল করেন সনি নর্দে (৩-১)। এই গোলেই হার নিশ্চিত হয়ে যায় আবাহনীর। শেষ হয়ে যায় সব আশা-ভরসা। দ্বিতীয়ার্ধে মোহনবাগান আরও আক্রমণাতœক হয়ে ওঠে। ৫০ মিনিটে জেজের প্রচেষ্টা নসাৎ করে দেন শহীদুল। ৫৬ মিনিটে সনির শট রুখে দেন শহীদুল। এছাড়া আবাহনীও একাধিক গোলের সুযোগ পেলে তা কাজে লাগাতে পারেনি। আবাহনীর পরের ম্যাচ জেএসডব্লিউ ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে, আগামী ১৮ এপ্রিল, ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে।
×