ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:৫৮, ৫ এপ্রিল ২০১৭

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজী শামীম আহসান। এই পদের দুই প্রার্থী কাজী শামীম আহসান ও এস এম মোয়াজ্জেম রশিদী দোজা সমান সংখ্যক ভোট পাওয়ায় লটারি করার মাধ্যমে শামীমকে বিজয়ী ঘোষণা করা হয়। সোমবার ভোটগ্রহণ শেষে গণনার পর রাতে ফল ঘোষণা করা হয়। জেলা প্রশাসক পদাধিকার বলে এই সংস্থার সভাপতি। নির্বাচনে দুইটি প্যানেল থেকে বিজয়ী অন্যরা হলেন সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম, এস এম মোর্তজা রশিদী দারা, মুস্তাফিজুর রহমান বাবলু ও আজমল আহমেদ তপন, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মোতালেব মিয়া, যুগ্ম সম্পাদকের দুটি পদে শেখ হেমায়েত উল্লাহ ও জিএম রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ পদে হাসান জহির মুকুল, নির্বাহী সদস্য পদে খালেদীন রশিদী সুকর্ণ, মোমতাজ আহমেদ তুহিন, মোল্লা খায়রুল ইসলাম, ফরহাদ নেওয়াজ শিমু, সুজন আহমেদ, মনোয়ার আলী মনু, শরীফ মোঃ বদরুজ্জামান মামুন, নাজমুস সাদাত সুমন, এস এম ইনামুল কবির, মোস্তাফিজুর রহমান ফিরু, ফয়সাল আহমেদ পপা, এস ওয়াহিদুর রহমান বাবু এবং উপজেলা কোটার সদস্য পদে খান নজরুল ইসলাম ও এবিএম কামরুজ্জামান এবং সংরক্ষিত মহিলা কোটায় পারভীন রহমান ও শাহানাজ ফাতেমা আজাদ মৌরী নির্বাচিত হয়েছেন। এ বছর নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছিল। এর মধ্যে দারা-শামীম-সুজন পরিষদ থেকে দুটি সহ-সভাপতি, অতিরিক্ত সাধারণ সম্পাদক, দুইজন যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ এবং ৯ জন সদস্যসহ মোট ১৬ জন নির্বাচিত হয়েছেন। তপন-সাইফুল-দোজা পরিষদ থেকে দুটি সহ-সভাপতি ও ৫ জন সদস্যসহ মোট ৭টি পদে জয় পেয়েছেন। সদস্য পদে এস এম খালেদীন রশিদী সুকর্ণ ও খান নজরুল ইসলামের নাম দুই প্যানেলেই থাকায় তাদের স্বতন্ত্র হিসেবে ধরা হয়েছে। শাদাবের ভা-ারে আরও অস্ত্র! স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিবীয়দের তাদেরই মাটিতে টি২০ সিরিজে ৩-১এ হারিয়েছে পাকিস্তান। বলা ভাল, এক শাদাব খানের কাছেই বিধ্বস্ত স্বাগতিকরা। ১০ উইকেট নিয়ে অভিষেকেই সিরিজসেরা হয়েছেন ১৮ বছর বয়সী এই লেগস্পিনার। চার ম্যাচে তার বোলিং ৩/৭, ৪/১৪, ১/৩৮ ও ২/১৬। আলোচিত এ পাকিস্তানী ক্রিকেটার বলেন, ‘আমি জানি আমার গুগলি বেশ কার্যকর। এর মাধ্যমে অনেক উইকেট তোলা যায়। কিন্তু এটাই আমার একমাত্র অস্ত্র নয়। আমার ভা ারে আরও অস্ত্র আছে। আমি লেগস্পিন নিয়ে অনেক পরিশ্রম করেছি। আমার ডেলিভারিতে তিন রকমের ভেরিয়েশন দিতে পারি।’ তিনি আরও যোগ করেন, ‘আমি অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটে ভাল পারফর্ম করতে চাই। যখন ক্লাব ক্রিকেট খেলেছি, তখন পেস বোলিং করতে চেয়েছিলাম। কিন্তু রাওয়ালপিন্ডির সিদ্দিক আকবর ক্লাবের হয়ে খেলার সময় আমি ক্লাবটির প্রেসিডেন্ট সাজ্জাদ আহমেদ স্যারের পরামর্শ মতো লেগস্পিন নিয়ে কাজ শুরু করি।
×