ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুলশানে ব্যবসায়ীর বিএমডব্লিউ গাড়ি জব্দ

প্রকাশিত: ০৮:২৭, ৪ এপ্রিল ২০১৭

গুলশানে ব্যবসায়ীর বিএমডব্লিউ গাড়ি জব্দ

স্টাফ রিপোর্টার ॥ শুল্ক ফাঁকির অভিযোগে রাজধানীর গুলশানের এক ব্যবসায়ীর বিএমডব্লিউ ৫২৫-আই সিরিজের একটি গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। শুল্ক ফাঁকি দেয়া নীল রংয়ের গাড়িটি একজন নারী ব্যবসায়ী ব্যবহার করতেন। শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে গুলশানের ওই বাড়িতে শুল্ক গোয়েন্দারা গত ৩০ মার্চ বিকেল ৫টায় অভিযান চালান। এই সময় গাড়ির মালিক শুল্ক গোয়েন্দা দলকে অসহযোগিতা করেন। ব্যবহারকারী ওই গাড়িটি কালো কাপড় দিয়ে ঢেকে রাখেন এবং চাবি দিতে অস্বীকৃতি জানান। দীর্ঘ নাটকীয়তা শেষে ওইদিন রাত ১০টায় গাড়িটি শুল্ক গোয়েন্দাদের হেফাজতে নেয়া হয়। পরে বিআরটিএ-তে যোগাযোগ করে ও তথ্য যাচাই করে শুল্ক ফাঁকির প্রাথমিক আলামত পাওয়া যায়। এ তথ্য হাতে নিয়েই সোমবার গাড়িটি শুল্ক আইন অনুসারে জব্দ দেখানো হয়। গাড়িটি ভুয়া দলিলের মাধ্যমে (ঢাকা-গ-২১-০৮৭৫ নম্বর) ২০০৭ সালের ২০ সেপ্টেম্বর রেজিস্ট্রেশন নেয়া হয়েছিল। বিএমডব্লিউ মডেলের এই গাড়িটির চেসিস নং ডব্লিউবিএটিডি ৩৩৪৯২। এটি রূপরেখা নামের একটি প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশন করা হয়?
×