ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘বয় ব্যান্ডে’র সদস্যরা ছেলে নয়

প্রকাশিত: ০৬:০১, ৪ এপ্রিল ২০১৭

‘বয় ব্যান্ডে’র সদস্যরা ছেলে নয়

ওদের পোশাক, চুল সবই ছেলেদের মতো। এমনকি শরীরের গড়নও। ওরা আসলে ‘বয় ব্যান্ডের’ ধারণা দিচ্ছে। এই গ্রুপের সকল সদস্য এফএফসি-আক্রুশ নামে পরিচিত। এরা আসলে এ্যান্ড্রোজিনাস অর্থাৎ নারী নাকি পুরুষ তা নিশ্চিত করা সম্ভব নয়। আক্রুশের সদস্যরা জন্মের সময় নারী পরিচয়ে নথিভুক্ত ছিল কিন্তু এখন এরা লিঙ্গহীন এবং তারা চীনে খুব দ্রুত জনপ্রিয় হচ্ছে। আক্রুশ ব্যান্ডের পাঁচ সদস্য লু কেরান, এ্যান জাংশি, পেং শিচেন, মিন জাংকিয়ান ও লিন ফ্যানের বয়স ২০ এর কোটায় বা তার চেয়ে ছোট। টুইটারের মতো চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে আক্রুশের প্রায় ১০ লাখ ফলোয়ার আছে। এই গ্রুপটি কিছুদিন হলো ইনস্টাগ্রাম ও টুইটারে অফিসিয়াল এ্যাকাউন্ট খুলেছে। তাদের নারী ভক্তরা তাদের ‘হাসব্যান্ড’ বলে অভিহিত করে। এই টার্মটি পুরুষ পপ তারকা জাস্টিন বিবারের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয়। আক্রুশের সদস্যরা তাদের চিহ্নিত করার ক্ষেত্রে ‘হি’ বা ‘শি’ ব্যবহার এড়িয়ে চলছে। পরিবর্তে তারা লিঙ্গহীন টার্ম মেইশাওনিয়ান (চীনা) ব্যবহার করছে। ইংরেজীতে এর অনুবাদ দাঁড়ায় ‘হ্যান্ডসাম ইয়ুথ’। -হাফিংটনপোস্ট
×