ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রংপুরে বেতন-ভাতার দাবিতে পৌর চাকরিজীবীদের মানববন্ধন

প্রকাশিত: ০৫:১৯, ৪ এপ্রিল ২০১৭

রংপুরে বেতন-ভাতার দাবিতে পৌর চাকরিজীবীদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩ এপ্রিল ॥ সরকারী কোষাগার হতে বেতন-ভাতা ও পেনশন চালুর দাবিতে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতে ভাঙ্গা থালা ও মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে রংপুর বিভাগের ২৯টি পৌরসভার পাঁচ শতাধিক পৌর কর্মকর্তা-কর্মচারী। সোমবার সকালে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন রংপুর বিভাগীয় কমিটির উদ্যোগে পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী বিভিন্ন দাবি সংবলিত স্মারকলিপি বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করেন এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বকেয়াসহ বেতন-ভাতা ও পেনশন সুবিধা সরকারী কোষাগার থেকে প্রাপ্তির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে ও ভাঙ্গা থালা হাতে নিয়ে এই কর্মসূচী পালন করেন। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পৌরসভার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। সরকারী অন্যান্য প্রতিষ্ঠানের মতো ওই মন্ত্রণালয় হতে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে প্রতিযোগিতামূলক লিখিত ও মৌখিক পরীক্ষা পাসের পর পৌর কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও ছাড়পত্র দেয়া হয়। পরবর্তীতে তাদের নিয়ন্ত্রণমূলক বদলি, পদোন্নতি এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। অথচ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ওই পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতনের দায়ভার গ্রহণ করে না। তারা ওই বেতনের দায়িত্ব স্থানীয় প্রশাসন অর্থাৎ পৌর মেয়র-পৌর পরিষদের ওপর ন্যাস্ত করে। কিন্তু পৌর কর্তৃপক্ষ তাদের বেতন-ভাতা ঠিকমতো দিতে পারে না। স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানায়, বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার শতভাগ সরকারের রাজস্ব খাত থেকে প্রাপ্তি ও পেনশন প্রথা চালুর দাবিতে খুলনা সিটি কর্পোরেশনসহ (কেসিসি) ২৬ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সোমবার সকালে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। খুলনা মহানগরীর কেডি ঘোষ রোডস্থ নগর ভবনের সামনে এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর লেখা দাবি সংবলিত স্মারকলিপি খুলনা বিভাগীয় কমিশনারের কাছে হস্তান্তর করা হয়। মানববন্ধন কর্মসূচীতে বক্তৃতা করেন বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের খুলনা বিভাগের সভাপতি অজিত কুমার হালদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কেসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন হোসেন, কেসিসি এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি সোবহান আলী প্রমুখ। স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, এক দফা দাবিতে বরিশালে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন বিভাগের ২৬ পৌরসভা ও একটি সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর কাশিপুরস্থ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে মানববন্ধন শেষে বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশ পৌর কর্মকর্তা ও কর্মচারী এ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটির আহ্বায়ক আবু হানিফের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব কামরুল হাসান, বাকেরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী সহিদুল ইসলাম।
×