ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

লোহিত সাগরে মিসরের দুটি দ্বীপ সৌদিরই থাকছে

প্রকাশিত: ০৩:৪৮, ৪ এপ্রিল ২০১৭

লোহিত সাগরে মিসরের দুটি দ্বীপ সৌদিরই থাকছে

লোহিত সাগরের দুটি জনবসতিহীন দ্বীপ সৌদি আরবকে হস্তান্তরের পরিকল্পনা স্থগিত করে আদালতের জারি করা রায় নাকচ করে দিয়েছে মিসরের একটি আদালত। রবিবার দ্য কোর্ট অব আর্জেন্ট ম্যাটার্স জানুয়ারিতে দেয়া উচ্চ আদালতের রায়টি বাতিল করে দিয়েছে। ফলে জনবসতিবিহীন দ্বীপ দুটি এখন থাকবে সৌদি আরবের অধীনে। তবে সংসদ থেকে এই হস্তান্তর প্রক্রিয়ার অনুমোদন আসতে হবে। খবর বিবিসির। ২০১৫ সালের এপ্রিলে এক চুক্তির আওতায় দ্বীপগুলোর মালিকানা সৌদি আরবের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছিল মিসর সরকার। আর সরকারের এ সিদ্ধান্তকে কেন্দ্র করে মিসরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সংবাদমাধ্যমে বলা হয়েছে, আকাবা উপসাগরের মুখে অবস্থিত এ দ্বীপগুলো ইসরাইল ও জর্ডানের বন্দর শহর এইলাত ও আকাবার উত্তরের দিকে এগিয়ে যাওয়া সরু জাহাজের লেনগুলোকে নিয়ন্ত্রণ করে। ২০১৫ সালে দ্বীপগুলোকে সৌদি আরবের কাছে হস্তান্তর নিয়ে একটি চুক্তি হয়। প্রতিক্রিয়ায় মিসরের জনগণ ক্ষোভে ফেটে পড়েন। অনেকে অভিযোগ করতে থাকেন, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সৌদি আরবের কাছে টাকার বিনিময়ে দ্বীপগুলো বিক্রি করে দিচ্ছেন। অবশ্য সেনা ক্ষমতার ধারক সিসির দাবি, দ্বীপগুলো সবসময় সৌদি আরবেরই মালিকানায় ছিল। আফ্রিকার দিকে জাপানের দৃষ্টি পশ্চিম আফ্রিকান দেশ ঘানার স্বাস্থ্য সেবা খাতে প্রায় ৬ কোটি ডলার সহায়তা দিচ্ছে জাপান। রবিবার আক্রায় দুই দেশের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি আউরকর বচওয়ে এবং জাপানের বৈদেশিক সহায়তা বিষয়কমন্ত্রী কোজি মাকিনো। ১৯৫৭ সালে স্বাধীনতা অর্জনের পর জাপানের সঙ্গে ঘানার বরাবরই দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল। চীনের অনুকরণে জাপানও এখন আফ্রিকায় বিনোয়োগের দিকে মনোনিবেশ করেছে। জিএনএ ইরাক সফরে কুশনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা সরকারী সফরে এখন ইরাক রয়েছেন। সেনাবাহিনীর চিফস অব স্টাফ জেনারেল জো ডানফোর্ডের আমন্ত্রণে তিনি এ সফর করছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। সফরের বিস্তারিত জানানো হয়নি। ধারণা করা হচ্ছে দেশটির বর্তমান পরিস্থিতি সচক্ষে দেখা এবং দেশটির সরকারের সঙ্গে সরাসরি কথা বলাই তার এই সফরের উদ্দেশ্য। তার এ সফরের বিষয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গোপনীয়তা অবলম্বন করা হয়েছে। নিউইয়র্ক টাইমস
×