ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কৃমিনাশক খেয়ে গাজীপুরে ৪৫ শিক্ষার্থী অসুস্থ

প্রকাশিত: ০৮:৪২, ২ এপ্রিল ২০১৭

কৃমিনাশক খেয়ে গাজীপুরে ৪৫ শিক্ষার্থী অসুস্থ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জে কৃমিনাশক বড়ি খেয়ে শনিবার দুই বিদ্যালয়ের ৪৫ শিক্ষার্থী অসুস্থ হওয়ার সংবাদ পাওয়া গেছে। অসুস্থদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ সাদেকুর রহমান আকন্দ ও শিক্ষার্থীরা জানান, দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামূল্যে কৃমিনাশক খাওয়ানোর সরকারী কর্মসূচী অনুযায়ী শনিবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের খৈকড়া উচ্চ বিদ্যালয় ও পৈলানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃমিনাশক খাওয়ানো হয়। খাওয়ার কিছু সময় পর ওই দুই বিদ্যালয়ের বেশ কয়েক শিক্ষার্থীর বমি বমি ভাব, মাথা ও পেট ব্যথা শুরু হয়। পর্যায়ক্রমে অন্তত ৪৫ ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয়ের শিক্ষক ও অন্য শিক্ষার্থীরা অসুস্থ ৩৩ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ৩১ জন ছাত্রী ও ২ জন ছাত্র রয়েছে। অসুস্থ আরও অন্তত ১২ শিক্ষার্থীকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদিকে ট্যাবলেট খাওয়ার পর শিক্ষার্থীরা পর্যায়ক্রমে অসুস্থ হতে থাকলে হাসপাতাল থেকে ওষুধ নিয়ে আসা স্বাস্থ্য কর্মীরা পালিয়ে যায়।
×