ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম মহানগরীর মাস্টার প্ল্যান দ্রুত চূড়ান্ত করার তাগিদ মেয়রের

প্রকাশিত: ০৫:৫৭, ২ এপ্রিল ২০১৭

চট্টগ্রাম মহানগরীর মাস্টার প্ল্যান দ্রুত চূড়ান্ত করার তাগিদ মেয়রের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর স্যানিটেশন এ্যান্ড ড্রেনেজ মাস্টার প্ল্যান যথাশীঘ্র চূড়ান্ত করার তাগিদ দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। শনিবার দুপুরে নগরীর একটি হোটেলে চট্টগ্রাম ওয়াসা আয়োজিত কর্মশালায় মেয়র এ তাগিদ দেন। তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য সুন্দর শহর গড়ে তুলতে হলে আমাদের এখন থেকে কাজ শুরু করতে হবে। তিনি উল্লেখ করেন, ১৯৯৫ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রণীত মাস্টার প্ল্যান বাস্তবায়ন হয়নি। এখন নতুন করে করতে হবে। চউক প্রণীত মাস্টার প্ল্যান ২০ বছরেও বাস্তবায়ন হয়নি। কারণ, ওই মাস্টার প্ল্যান কোন্ সংস্থা বাস্তবায়ন করবে তার উল্লেখ ছিল না। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন চুয়েট উপাচার্য রফিকুল আলম। কর্মশালায় খসড়া মাস্টার প্ল্যানের ওপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন পরামর্শক দলের নেতা জন চার্লটন। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক নুরুল আফসার। এছাড়া চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ বক্তব্য রাখেন। এর পর উন্মুক্ত আলোচনায় অংশ নেন পোর্ট সিটি ইউনিভার্সিটির নুরুল আনোয়ার, চসিকের প্রধান পরিকল্পনাবিদ রেজাউল করিম ও প্রকৌশলী সুভাষ বড়ুয়া। দেড় শ’ কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা নিয়ে বৈঠক ॥ এদিকে, শনিবার দুপুরে নগর ভবনে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান, বিশ্বব্যাংকের ম্যানেজার ক্যাটালিনা মারুলান্ডা, টেস্ট টিম লিডার ক্রিস্টোফার পারউ, কনসালট্যান্ট ইশিতা আলম লাবনীসহ একটি প্রতিনিধিদল সাক্ষাত করেন। এ সময় তারা চসিকের প্রস্তাবিত দেড় শ’ কোটি টাকার সম্ভাব্য প্রকল্প নিয়ে আলোচনা করেন।
×