ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রীতি ম্যাচে হল্যান্ড-পর্তুগালের হার

প্রকাশিত: ০৬:৩১, ৩০ মার্চ ২০১৭

প্রীতি ম্যাচে হল্যান্ড-পর্তুগালের হার

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে সুইডেন, ইতালি এবং স্পেন। ইউরো-বিশ্বকাপ-ইউরো জয়ী স্পেন এদিন ২-০ গোলে হারিয়েছে ফ্রান্সকে। ইতালির কাছে ২-১ গোলে হেরেছে হল্যান্ড। আর এগিয়ে গিয়েও সুইডেনের কাছে ৩-২ ব্যবধানে নাটকীয়ভাবে হেরেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। নিজের শহরে পর্তুগালের জার্সিতে প্রীতি ম্যাচে হারের হতাশায় ডোবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানের জয় তুলে নেয় সুইডেন। এদিনও গোল করলেন সিআর সেভেন। এই গোল করে জার্মান কিংবদন্তি মিরোসøাভ ক্লোসার রেকর্ডে ভাগ বসিয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। কিন্তু তারপরও ম্যাচের শেষে হাসিটা ধরে রাখতে পারেনি পর্তুগালের সমর্থকরা। অথচ ম্যাচ শুরুর ১৮ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। পর্তুগালের হয়ে এটি তার ৭১তম গোল। এই গোলের সৌজন্যেই ইউরোপিয়ান ফুটবলার হিসেবে জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানটি দখল করে নেন তিনি। জার্মান কিংবদন্তি মিরোসøাভ ক্লোসারও এখন রোনাল্ডোর সমান ৭১ গোল। গত সপ্তাহে হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করেছিলেন রোনাল্ডো। সেই ম্যাচেই ছাড়িয়ে যান গার্ড মুলার এবং রবি ক্যানের সঙ্গে যৌথভাবে থাকা ৬৮ গোলের রেকর্ডকে। এবার মিরোসøাভ ক্লোসার রেকর্ডে ভাগ বসালেন তিনি। ইউরোপিয়ান ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের এই তালিকার শীর্ষে এখন হাঙ্গেরির ফেরেঙ্ক ফুসকাস। তার গোলসংখ্যা ৮৪। মাত্র ৮৯ ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছিলেন তিনি। ৭৫ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন কিংবদন্তি ফেরেঙ্কেরই স্বদেশী সান্দোর কসিস। রোনাল্ডো যেভাবে খেলছেন তাদের ছাড়িয়ে যাওয়াটা এখন কেবলই সময়ের ব্যাপার। সুইডেনের বিপক্ষে রোনাল্ডোর গোলে প্রথম এগিয়ে যাওয়ার ১৬ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল। তাও আবার সুইডিশ ডিফেন্ডার আন্দ্রেয়াস গ্র্যানকিউভিস্টের আত্মঘাতী গোলে। এর ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল। কিন্তু দ্বিতীয়ার্ধেই জ্বলে ওঠে সফরকারীরা। ম্যাচের ৫৭ এবং ৭৬ মিনিটে জোড়া গোল করে সুইডেনকে সমতায় ফেরান ভিক্টর ক্লাইসন। তারপরও সমতায় থেকে ম্যাচ শেষ হওয়ার স্বপ্ন দেখছিল স্বাগতিক দল। কিন্তু অতিরক্তি সময়ের ৯৩ মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে দেন পর্তুগালের জোয়াও চানসেলো। এর ফলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হলো স্বাগতিক সমর্থকদের। এদিন হার দেখেছে হল্যান্ডও। গত সপ্তহে বিশ্বকাপ বাছাইপর্বে বুলগেরিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল ডাচরা। যে কারণেই তাদের কোচ ড্যানি ব্লিন্ডকে বরখাস্ত করে দেশটির ফুটবল ফেডারেশন। আমস্টারডামে খেলা শুরুর ১০ মিনিটে ইতালিয়ান ডিফেন্ডার এ্যালেসিও রোমাগনোলির আত্মঘাতী গোলে এগিয়ে যায় হল্যান্ড। এক মিনিট যেতে না যেতেই সফরকারীদের সমতায় ফেরান ফরোয়ার্ড এডার। ৩২ মিনিটে স্বাগতিকদের জালে বল পাঠান লিওনার্দো বোনুচ্চি। এর ফলে ২-১ ব্যবধানেই ম্যাচের নিষ্পত্তি ঘটে। তবে প্যারিসে স্পেনের কাছে ফ্রান্সের হারটা ছিল সবচেয়ে আলোচিত। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে স্প্যানিশদের লিড এনে দেন মিডফিল্ডার ডেভিড সিলভা। ৯ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন উঠতি ফরোয়ার্ড জেরার্ড ডিউলোফেউ। ম্যাচে ফিরতে মরিয়া জিরুড-গ্রিজম্যানদের হতাশা সঙ্গী করেই মাঠ ছাড়তে হয়। তবে প্রথমে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ এসেছিল ফরাসীদের। গ্রিজম্যানের গোলে এগিয়ে গিয়ে উদযাপনও করে নেয় তারা। কিন্তু ভিডিও প্রযুক্তি ব্যবহার করার পর অফসাইডের কারণে পরবর্তীতে তা বাতিল করা হয়।
×