ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেসির নিষেধাজ্ঞায় তোলপাড়

প্রকাশিত: ০৬:৩১, ৩০ মার্চ ২০১৭

মেসির নিষেধাজ্ঞায় তোলপাড়

স্পোর্টস রিপোর্টার ॥ এমনিতেই শঙ্কার কালো মেঘ। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা খেলতে পারবে কিনা তা নিয়ে শুরু থেকেই আছে সংশয়। এই দোলাচলের মধ্যে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। চিলির বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সহকারী রেফারির সঙ্গে অশোভন আচরণের জন্য জাতীয় দলের হয়ে এই নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যে কারণে বুধবার বলিভিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি মেসি। খেলতে পারবেন না আরও তিন ম্যাচ। বাছাইপর্বে বাকিই আছে আর মাত্র চারটি ম্যাচ। এখন আপীল করার পর যদি নিষেধাজ্ঞা না কমে তাহলে আর্জেন্টিনার কি হবে তা নিয়ে চিন্তিত বিশ্বব্যাপী তাদের কোটি কোটি ভক্ত-সমর্থকরা। কেননা এখন দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা। এই অঞ্চল থেকে সরাসরি চারটি দল টিকেট পাবে রাশিয়ার। পঞ্চম হওয়া দলটিকে খেলতে হবে প্লেঅফ। কিন্তু মেসি খেলতে না পারলে শেষ পর্যন্ত প্লেঅফ খেলার সুযোগও হবে কিনা তা নিয়ে ঘোরতর শঙ্কা আছে। এমন দুঃসময়ে মেসির নিষিদ্ধ হওয়া নিয়ে ফুটবলবিশ্বে চলছে তোলপাড়। বেশিরভাগ ক্ষেত্রেই এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করা হচ্ছে। আর্জেন্টিনা কোচ এডগার্ডো বাউজা তো রীতিমতো রেগে আগুন। মেসির ক্লাব বার্সিলোনাও এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষুদে জাদুকরের বিরুদ্ধে অন্যায় করা হয়েছে। চার ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি দশ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে আর্জেন্টাইন অধিনায়ককে। ফিফার ডিসিপ্লিনারি কমিটি এই সিদ্ধান্ত জানিয়েছে। এ কারণে বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে পারেননি মেসি। শুধু তাই নয় উরুগুয়ে, ভেনিজুয়েলা ও পেরুর বিরুদ্ধে পরবর্তী তিনটি ম্যাচেও খেলবে পারবেন না। ২৩ মার্চ ঘরের মাঠে চিলির বিপক্ষে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। ওই ম্যাচে বিতর্কিত এক সিদ্ধান্তের প্রতিবাদে ম্যাচ অফিসিয়ালের সঙ্গে মৌখিক বিতর্কে জাড়িয়ে পড়েন মেসি। ম্যাচের শেষদিকে মেসির বিরুদ্ধে ফাউলের নির্দেশ দেন রেফারি। এরপর লাইন্সম্যানের উদ্দেশে বার্সিলোনার তারকাকে হাত নেড়ে ক্ষোভ প্রকাশ ও চিৎকার করতে দেখা যায়। শুধু তাই নয়, লাইন্সম্যান মার্সেলো ভন গাচ্চিকে গালাগালও করেন পাঁচবারের ফিফা সেরা তারকা। এমনকি ম্যাচ শেষে ম্যাচ রেফারির সঙ্গে হাত মেলাতেও অস্বীকৃতি জানান। এ কারণেই কনমেবল গবর্নিংবডির ডিসিপ্লিনারি কমিটি মেসির বাজে আচরণের জন্য শাস্তি দিয়েছে। মেসিকে দেয়া এই শাস্তির বিরুদ্ধে আপীল করবে আর্জেন্টাইন ফুটবল এ্যাসোসিয়েশন (এফএ)। আর্জেন্টিনা জাতীয় দলের সেক্রেটারি জর্জ মিয়াডসকি শাস্তির বিরুদ্ধে আপীল করা হবে বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তাতে আমরা বিস্মিত। খেলার ঘণ্টাখানেক আগে বিষয়গুলো যেভাবে করা হয়েছে, তাতে আমরা ভীষণ ক্ষুব্ধ। ফিফার শাস্তির বিরুদ্ধে আমরা আপীল করতে যাচ্ছি। কিছু অতীত উদাহরণ থেকে মনে করছি, শাস্তি কমতে পারে। মিয়াডসকি বলেন, মেসি ব্যথিত, আমরাও। বিষয়টা যেভাবে করা হয়েছে, তার সঙ্গে আমরা একমত নই। ফিফার এমন সিদ্ধান্তে নাখোশ আর্জেন্টিনা কোচ এডগার্ডো বাউজা। তিনি বলেন, আমাদের বিস্মিত করেছে যে, একটি আইনী জবাব দেয়ার জন্য আমাদের অল্প সময় দেয়া হয়েছে। মেসি যে শুধু খেলতে পারেনি তা নয়, অন্য কাউকে নিয়ে কাজ করার সময়ও আমরা পাইনি। এমনিতে চোট ও হলুদ কার্ডের খাঁড়ায় বলিভিয়ার বিরুদ্ধে প্রায় অচেনা একাদশ সাজাতে হয় বাউজাকে। তবে এখনই নিরাশ নন আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, বলিভিয়া আমাদের সহজেই হারিয়েছে। সামনে আমাদের কি পরীক্ষা অপেক্ষা করছে এ নিয়ে আমাদের ভাবতে হবে। কিন্তু প্রতিপক্ষের মাটিতে খেলবে হবে যাদের সঙ্গে, সে দুটো দল উরুগুয়ে (তৃতীয়) ও ইকুয়েডর (ছয়) ভালভাবেই আছে বিশ্বকাপের দৌড়ে। এর মাঝে উরুগুয়ে, ভেনিজুয়েলা ও পেরুর বিরুদ্ধে মেসিকে ছাড়াই হয়তো খেলতে হবে আর্জেন্টিনাকে। আর মেসি ছাড়া এই আর্জেন্টিনা কতটা ছন্নছাড়া সেটা তো সবাই জানেন। বাছাইপর্বে মেসি খেলেছেন, এমন ছয় ম্যাচের পাঁচটি জিতেছে আর্জেন্টিনা। আর মেসিবিহীন আট ম্যাচে জয় মাত্র একটি। তাই বাছাইপর্বে এমন গুরুত্বপূর্ণ সময়ে মেসি না থাকলে কি হয় সেটা নিয়ে সন্দিহান সবাই।
×