ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে শিশু একুশকে দেয়া হলো চিকিৎসক দম্পতিকে

প্রকাশিত: ০৫:২৫, ৩০ মার্চ ২০১৭

চট্টগ্রামে শিশু একুশকে দেয়া হলো চিকিৎসক দম্পতিকে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে নর্দমায় কুড়িয়ে পাওয়া নবজাতক ‘একুশ’কে লালন পালনের দায়িত্ব পেয়েছেন ডাঃ শাকিলা আক্তার। ১০ লাখ টাকার শিক্ষাবীমা পলিসি করার শর্তে শিশুটিকে পাবেন তিনি। বুধবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও শিশু বিষয়ক বিশেষ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও চট্টগ্রাম মহানগর অতিরিক্ত পিপি এ্যাডভোকেট এমএ ফায়েজ জানান, আদালত সার্বিক দিক বিচার করে ডাঃ শাকিলা আক্তারের পক্ষেই রায় প্রদান করেছেন। ডাঃ শাকিলার স্বামীও একজন চিকিৎসক। তার নাম ডাঃ জাকিরুল ইসলাম। একুশকে এই নিঃসন্তান দম্পতির জিম্মায় প্রদানের আদেশ হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী সকল শর্ত পূরণ করে তারা শিশুটিকে লালন পালনের জন্য গ্রহণ করতে পারবেন। সকল শর্ত পূরণের জন্য আগামী ১০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। আবেদনকারীর পক্ষের কৌঁসুলি এ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী জানান, শিশুটি যেন যথাযথ শিক্ষায় লালিত পালিত হয় সে জন্য আদালত নবজাতক একুশের নামে ১০ লাখ টাকার একটি শিক্ষাবীমা পলিসি গ্রহণের শর্ত আরোপ করেছে। আগামী ৮ এপ্রিলের মধ্যে আদালতের কাছে বীমা পলিসির কাগজপত্র দাখিল করতে হবে। এর আগে পলিসির কাগজপত্র আদালতে দাখিল করা হলে আগেও শিশুটিকে হস্তান্তর করা হতে পারে। আদালতের আদেশ হওয়ার পর ডাঃ শাকিলার চোখ বেয়ে পড়ে আনন্দাশ্রু। তিনি সন্তোষ প্রকাশ করেন। ডাঃ শাকিলার স্বামী ডাঃ জাকিরুল ইসলাম জনকণ্ঠের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, আমরা একুশকে পেয়ে অনেক খুশি। তিনি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা আগামী রবিবারের মধ্যেই শিক্ষাবীমা পলিসি করে কাগজপত্র আদালতে জমা দেব। প্রসঙ্গত, নবজাতক একুশকে পেতে আবেদনপত্র জমা পড়ে মোট ১৬টি। এর মধ্যে ১২ আবেদনের শুনানি হয়। বাকি চার আবেদনকারী শুনানিতে অনুপস্থিত থাকেন। আদালত আগেই জানিয়ে দিয়েছে যে, পুরুষ নয়, কোন মায়ের হাতেই তুলে দেয়া হবে শিশুটিকে। সে হিসেবে নারীর করা আবেদনই অগ্রাধিকার পাবে বলে আদালত জানিয়ে দেয়। আবেদনকারীদের মধ্যেও অগ্রাধিকার পাবেন নিঃসন্তান দম্পতি। আদালতের রায় অনুযায়ী এ চিকিৎসক দম্পতি একুশকে ১৮ বছর বয়স পর্যন্ত লালন পালনের সুযোগ লাভ করেছে।
×