ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

গাজীপুরে গলা কেটে শিশু হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত: ০৪:২৭, ২৯ মার্চ ২০১৭

গাজীপুরে গলা কেটে শিশু হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কাপাসিয়ায় দাম্পত্য কলহের জেরে মঙ্গলবার আড়াই মাসের শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর তার পাষ- মা নিজেও আত্মহত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় পুলিশ নিহতের মা শাহিনুর আক্তারকে আটক করেছে। নিহত ওই শিশুর নাম মিহসান সাবিত (আড়াই মাস)। সে কাপাসিয়া উপজেলার দিগধা গ্রামের মাওলানা শরীফুল হকের ছেলে। কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক ও স্থানীয়রা জানান, কাপাসিয়া উপজেলার দিগধা গ্রামের মাওলানা শরীফুল হকের সঙ্গে প্রায় ৮ বছর আগে পাশর্^বর্তী উত্তরখামের গ্রামের সাবেক শিক্ষক মজিবুর রহমানের মেয়ে শাহিনুর আক্তারের বিয়ে হয়। মাওলানা শরীফুল হক স্থানীয় দিগধা এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক। পারিবারিক নানা বিষয় নিয়ে গত কিছুদিন ধরে স্বামী ও স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ চলছিল। সোমবার রাতেও তাদের মাঝে বাগ্বিত-া হয়। মঙ্গলবার ভোরে স্ত্রী ও দুই সন্তানকে ঘুমন্ত অবস্থায় রেখে ফজরের নামাজ পড়তে বাড়ির পাশের মসজিদে যান মাওলানা শরীফুল। এ সময় শাহিনুর ছুরি দিয়ে ঘুমন্ত আড়াই মাসের শিশুপুত্র সাবিবরের গলা কেটে ফেলে। গলা কাটার সময় শিশুটির কান্নার শব্দ শুনে পাশে শুয়ে থাকা শিশুটির বড়বোন মালিহা (৬) জেগে উঠে। ঘুম থেকে জেগে রক্তাক্ত ভাই ও ছুরি দেখে কান্না শুরু করলে মালিহাকেও হত্যার জন্য তার মা তেড়ে যায়। এ সময় মালিহা দৌড়ে ঘর থেকে বের হয়ে তার দাদিকে গিয়ে ঘটনাটি জানায়। পরে তার দাদি ও পরিবারের লোকজন এগিয়ে গেলে সন্তানের লাশের পাশে থাকা শাহীনুর নিজ গলায় ছুরি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। মাগুরায় প্রহরীকে কুপিয়ে হত্যা নিজস্ব সংবাদদাতা, মাগুরা থেকে জানান, পৌর এলাকার আবালপুর গ্রামের মুক্তি মঞ্চ ফাউন্ডেশন নামে একটি এনজিও থেকে আজ মঙ্গলবার সকালে জিয়ারুল ইসলাম (৪৬) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। তাকে মাথায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জিয়ারুলের পিতার নাম লুৎফর রহমান। বাড়ি মাগুরা পৌর এলাকার আবালপুর গ্রামের। পুলিশ ও এলাকাবাসী জানায়, মাগুরা পৌর এলাকার আবালপুর গ্রামে মুক্তি মঞ্চ ফাউন্ডেশন নামে একটি এনজিওতে নৈশপ্রহরীর চাকরি করতেন নিহত জিয়ারুল ইসলাম। রাতে তিনি কাজে যান। সকালে উক্ত টিনের ঘরে জিয়াউলের লাশ পাওয়া যায়। কসবায় যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, বাঞ্ছারামপুর থেকে নিখেঁ*াজের ৪ দিন পর রনি (৩০) নামে এক মাদক বিক্রেতার গুলিবিদ্ধ লাশ জেলার কসবা থেকে উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। সে বাঞ্ছারামপুর উপজেলার ফজলুর রহমানের ছেলে। মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে উপজেলার কুটি-চৌহমুনী এলাকার কালামুড়িয়া ব্রিজের কাছে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। দৌলতপুরে বৃদ্ধার লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা দৌলতপুর, কুষ্টিয়া থেকে জানান, দৌলতপুরে পদ্মা নদী থেকে তিনা খাতুন (৭২) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে জেলেরা তার লাশ নদীতে ভাষমান অবস্থায় দেখতে পেয়ে খবর দিলে পরিবারের লোকজন নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করে। সে রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর হলদারপাড়া গ্রামের মকছেদ দফাদারের স্ত্রী। এলাকাবাসী জানায়, তিনা খাতুন সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর সে বাড়ি ফিরেনি। মঙ্গলবার সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের পদ্মা নদীতে তার লাশ ভাসতে দেখে জেলেরা পরিবারের লোকজনদের জানায়। কলাপাড়ায় জখম ভাতিজার মৃত্যু নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, গাছ কাটা নিয়ে বিরোধের জের ধরে চাচার হাতে গুরুতর জখম কৃষক আবু বক্কর (৩২) মঙ্গলবার দুপুরে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার দুপুরে তাকে মারধর করা হয়। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দরিয়াপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত চাচা আব্দুল জব্বারকে পুলিশ গ্রেফতার করেছে। নিহতের স্বজনরা জানায়, সোমবার দুপুরে বাড়ির সীমানায় থাকা একটি গাছ কাটাতে গেলে বাধা প্রদান করে তার চাচা আব্দুল জব্বার। এনিয়ে বাগ্বিত-ার একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। গুরুতর জখম আবু বক্করকে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
×