ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঢাকার মঞ্চে নাসিরুদ্দিন শাহ পরিবার

প্রকাশিত: ০৪:০৮, ২৬ মার্চ ২০১৭

ঢাকার মঞ্চে নাসিরুদ্দিন শাহ পরিবার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার মঞ্চে অভিনয় করবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ্। তার স্ত্রী অভিনেত্রী রত্মা পাঠক শাহ্ ও কন্যা হিরা শাহ্ও অভিনয় করবেন। খ্যাতিমান উর্দু লেখক ইসমাত চুঘতাইয়ের লেখা ‘ইসমাত আপাকে নাম’ নামের এ নাটকটির নির্দেশনাও দিয়েছেন নাসিরুদ্দিন শাহ্ নিজে। অনুষ্ঠানটির আয়োজন করছে ব্লুজ কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম জানান, সিটি ব্যাংক নিবেদিত এ নাটকটি মঞ্চায়ন হবে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে ২১ এপ্রিল সন্ধ্যায়। তিনি বলেন- টিকেটের মূল্য রাখা হয়েছে এক হাজার, দেড় হাজার ও আড়াই হাজার টাকা। টিকেট পাওয়া যাবে সিটি ব্যাংকের নির্ধারিত কয়েকটি শাখায়। আগামী ২১ এপ্রিল সকালে মুম্বাই থেকে ঢাকায় এসে পৌঁছবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই তারকা। রাতে নাটক মঞ্চায়ন শেষে ২২ এপ্রিল সকালে মুম্বাই ফিরে যাবেন। নাসিরুদ্দিন শাহ্ মূলধারার হিন্দী চলচ্চিত্র এবং আর্ট ফিল্ম, দু’ধরনের চলচ্চিত্রেই অত্যন্ত সফল একজন অভিনেতা। তিনি চলচ্চিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি নিয়মিত মঞ্চনাটকে অভিনয় করেন। ইতোমধ্যে পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্ম ফেয়ারসহ আন্তর্জাতিক নানা পুরস্কার। এছাড়াও ভারতের সম্মানজনক রাষ্ট্রীয় পদক পদ্মশ্রী ও পদ্মভূষণে ভূষিত হয়েছেন ।
×