ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৩:৫৭, ২৬ মার্চ ২০১৭

অ ন্য র ক ম

রানীর গুপ্ত সঙ্কেত! ব্রিটেনের রানী এলিজাবেথ ফ্যাশন সেন্সে এখনও সমাদৃত। পরিমিত সাজ, পরিপাটি ড্রেসিং, মানানসই এক্সেসরিজে এখনও নজর কাড়েন। তার প্রত্যেক পোশাকের সঙ্গে থাকে টুপি ও ম্যাচিং ব্যাগ। পার্টি কিংবা আনুষ্ঠানিক সাক্ষাত বা ছুটি কাটানো যেখানেই যান না কেন, হাতব্যাগটি কখনও হাতছাড়া করেন না তিনি। কারণ এ ব্যাগের মধ্যেই লুকিয়ে রয়েছে গুপ্ত সঙ্কেত! রানী তার হাতব্যাগকে ব্যবহার করেন ‘বোরডনেস’ বোঝানোর জন্য। হাতব্যাগটি এক হাত থেকে অন্য হাতে নিলে রক্ষীরা বুঝতে পারেন তিনি এবার রওনা হওয়ার জন্য প্রস্তুত। টেবিলে ব্যাগ রাখলে তার অর্থ তিনি পাঁচ মিনিটের মধ্যে ওই আলোচনা সভা থেকে বের হতে চান। আর যদি নিজের ওয়েডিং রিং ঘোরান তাহলে রক্ষীরা বুঝতে পারেন রানী সে মুহূর্তে ওই স্থান ত্যাগ করতে চান। হাফিংটন পোস্ট অপরাধীকে পাকড়াও করল কুকুর ভারতের চেন্নাইয়ে রাস্তায় এক নারীকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় রাস্তার দুইটি কুকুর এক ব্যক্তিকে ধাওয়া করে কামড়ে ধরার পর পথচারীরা ওই ব্যক্তিকে পাকড়াও করে পুলিশে দেয়। পুলিশ জানায়, আটক ব্যক্তির নাম আর রঘুনাথ। ‘প্রতিশোধ নিতে’ সে ওই নারীকে ছুরিকাঘাত করেছে। পেটে আঘাত পাওয়া ওই নারীর চিকিৎসা চলছে। পুলিশের কাছে রঘুনাথ বলেছে, ওই নারী তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করায় সে চাকরি হারায় এবং প্রতিশোধ নিতে হামলা করে। এস রামান নামে একজন রিকশাচালক বিবিসিকে বলেন, পেটে ছুরিকাঘাতের পর এক নারী চিৎকার করতে থাকে। তখন কুকুর দুইটি দৌড়ে পালিয়ে যেতে থাকা হামলাকারীকে ধাওয়া করে কামড়ে ধরে। ওই সময় আমি এবং অন্যরা তাকে ধরে ফেলি এবং পুলিশের হাতে তুলে দেই। ওয়েবসাইট
×