ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথম বাংলাদেশী হিসেবে তিন ফরমেট মিলিয়ে ১০ হাজার রান করার সুযোগ

আরেকটি মাইলফলকের সামনে তামিম

প্রকাশিত: ০৬:১০, ২৫ মার্চ ২০১৭

আরেকটি মাইলফলকের  সামনে তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট, ওয়ানডে ও টি২০ এই তিন ফরমেটের ক্রিকেটেই বাংলাদেশের পক্ষে সর্বাধিক রানের মালিক তামিম ইকবাল। একই সঙ্গে সর্বাধিক সেঞ্চুরির মালিকও তিনি এই তিন ফরমেটে। একের পর এক নতুন মাইলফলক ছুঁয়ে চলেছেন। এবার ডাম্বুলায় আরেকটি অনন্য অর্জনের মালিক হওয়ার সুযোগ বাঁহাতি ওপেনার তামিমের সামনে। প্রথম বাংলাদেশী হিসেবে তিন ফরমেট মিলিয়ে ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়ার একেবারে সন্নিকটে তিনি। বর্তমানে তামিমের ওয়ানডে, টি২০ ও টেস্ট মিলিয়ে আন্তর্জাতিক রান ৯৯৯৯। ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে ১ রান করতে পারলেই প্রথম বাংলাদেশী হিসেবে ১০ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক স্পর্শ করবেন তামিম। এবার টেস্ট সিরিজেই অনন্য রেকর্ডটার মালিক হয়ে যাওয়ার সুযোগটা ছিল। দ্বিতীয় টেস্টে পি সারা ওভালে প্রথম ইনিংসে ৪৯ আর দ্বিতীয় ইনিংসে ৮২ রান করেন। ১০ হাজার রান পূর্ণ করার জন্য তামিমের দরকার ছিল ১৩২ কিন্তু দুই ইনিংস মিলিয়ে করতে পেরেছিলেন ১৩১। সে কারণে ৯৯৯৯ রানে থেমে আছেন এই মুহূর্তে। অপেক্ষায় থাকতে হয়েছে আরেকটি রেকর্ড গড়ার জন্য ওয়ানডে সিরিজ পর্যন্ত। এবার সেই সময় উপস্থিত। প্রথম বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়ার। তবে শ্রীলঙ্কার বিপক্ষে বরাবরই তেমন একটা সুবিধা করতে পারেননি তামিম। অন্যান্য দেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ৫ টেস্টের ১০ ইনিংসে ১৯.৮ গড়ে করেছিলেন মাত্র ১৯৮ রান। ছিল একটি মাত্র ফিফটি। এবার দুই টেস্টের ৪ ইনিংসে করলেন ৫১.৭৫ গড়ে দুটি ফিফটিসহ ২০৭ রান। সবমিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এখন ১৪ ইনিংসে তার রান ২৮.৯২ গড়ে ৩ ফিফটিসহ ৪০৫ রান। এই ৮২ রানের ইনিংসটিই লঙ্কানদের বিপক্ষে তার ক্যারিয়ারসেরা। টেস্ট ক্রিকটে লঙ্কানদের বিপক্ষে ফাঁড়া কাটিয়েছেন। অবশ্য ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে বেশ সফল হয়েছেন তামিম। তিনি এর আগে ১৪ ম্যাচ খেলেছেন লঙ্কানদের বিপক্ষে। ৩০.০০ গড়ে ১ সেঞ্চুরি ও ৩ হাফ সেঞ্চুরিসহ করেছেন ৪২০ রান। বর্তমান দলের মধ্যে লঙ্কানদের বিপক্ষে তার ব্যাট থেকেই সবচেয়ে বেশি রান এসেছে। দ্বিতীয় স্থানে থাকা সাকিব আল হাসানের ব্যাট থেকে এসেছে ১৫ ওয়ানডেতে ৪০৬ রান। পি সারা ওভাল টেস্ট শেষ হওয়ার পরদিনই ২৮ বছরে পা দেয়া তামিম ওয়ানডে ক্রিকেটে প্রথম ও একমাত্র বাংলাদেশী হিসেবে ৫ হাজার রানের মালিক হয়েছেন। তার রান ১৬২ ওয়ানডেতে ৫১২০, ৪৯ টেস্টে ৩৬৭৭ এবং টি২০ ক্রিকেটে ১২০২ রান। সবমিলিয়ে ২৬৬ ম্যাচে ১৬ সেঞ্চুরি ও ৬০ ফিফটিসহ ৯৯৯৯ রান ৩৩.২১ গড়ে। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের রান ২৭২ ম্যাচে ৩৪.৬৫ গড়ে ১১ সেঞ্চুরি ও ৫৯ ফিফটিসহ ৯২৮৮ রান। এছাড়া আর কোন বাংলাদেশী ৯ হাজার রানও স্পর্শ করতে পারেননি। ৮ হাজার আন্তর্জাতিক রান আছে শুধু মুশফিকুর রহীমের। তিন ফরমেটে ২৭৬ ম্যাচ খেলে ৮০৮৬ রান করেছেন তিনি ৩০.৯৮ গড়ে, আছে ৯ সেঞ্চুরি ও ৪১ ফিফটি। অর্থাৎ সবমিলিয়ে সর্বাধিক সেঞ্চুরি ও ফিফটি হাঁকানোর দিক থেকেও বাংলাদেশের সেরা ব্যাটসম্যান বাঁহাতি ওপেনার তামিম। বাংলাদেশের হয়ে ব্যক্তিগত রান সংগ্রাহকের তালিকায় ক্রিকেটের তিন ফরমেটেই তামিমের পেছনে রয়েছেন সাকিব।
×