ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সমৃদ্ধ জাতি গঠনে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে ॥ গণশিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৪:২৩, ২৩ মার্চ ২০১৭

সমৃদ্ধ জাতি গঠনে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে ॥ গণশিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘সব শিক্ষার ভিত্তি প্রাথমিক শিক্ষা। তাই সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং মুক্তিযুদ্ধের চেতনায় ত্যাগী দেশপ্রেমিক মানুষ হিসেবে শিশু শিক্ষার্থীদের গড়তে শিক্ষক ও অভিভাবকদের একত্রে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। শতভাগ শিক্ষাবান্ধব বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে সর্বপ্রকার চেষ্টা করছে। পাঠ্যবইয়ের ভুল-ভ্রান্তি নিরসনে কমিটি কাজ করছে। আশা করছি, আগামী বছর শিক্ষার্থীরা ত্রুটিমুক্ত বই পাবে।’ বুধবার দুপুরে রামপাল ও মোংলা জয়মনিরঘোলে সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সমাবেশে সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। এ সময় আরও বক্তব্য দেন, ডাঃ মোজাম্মেল হোসেন এমপি, মীর শওকাত আলী বাদশা এমপি, সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, যুগ্ম সচিব শেখ আতাহার হোসেন, খুলনা বিভাগীয় উপ-পরিচালক সালাম সিকদার প্রমুখ। শিক্ষার মান উন্নত করতে শিক্ষকদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষকরা যথাযথ দায়িত্ব পালন করলে শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন সম্ভব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন।
×